ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নির্ধারিত দামে কেনাবেচা হয়নি চামড়া

প্রকাশিত: ০৯:১০, ১৬ আগস্ট ২০১৯

সরকার নির্ধারিত দামে কেনাবেচা হয়নি চামড়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদের আগে সরকার দাম নির্ধারণ করে দিলেও, সে দামে বেচা-কেনা করতে দেখা যায়নি কোরবানির পশুর চামড়া। অনেক ব্যাপারি সেটি স্বীকারও করেছেন। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, এ বছর চামড়ার দাম গেল কয়েকবছরের মধ্যে কম। বেশিরভাগ চামড়ার দরদাম হয়েছে ৪শ’ থেকে ৬শ’ টাকায়। ব্যবসায়ী নেতাদের দাবি, অর্থ সঙ্কটের পাশাপাশি সার্বিকভাবে খাতের দূরবস্থায় এ বছর এমন দরপতন চামড়ার বাজারে। দিনের শুরুতে কোরবানির পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে সায়েন্সল্যাব এলাকায় আসতে থাকেন মৌসুমি ব্যবসায়ীরা। ট্যানারি মালিক ও আড়তদারদের প্রতিনিধিদের সঙ্গে দর-দামে অনেকটাই হতাশ তারা। বাড়তি দামের আশায় ছুটছেন এক ব্যাপারির থেকে আরেক ব্যাপারির কাছে। যদিও শেষমেষ বেশিরভাগ চামড়ার গড় দাম হয়েছে ৪শ’-৭শ’ টাকার মধ্যে। খুব কমসংখ্যক চামড়ার দাম উঠেছে হাজারের কাছে। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, গেল কয়েকবছরের মধ্যে এবারে দাম সবচেয়ে কম। ঈদের আগে সরকার দাম নির্ধারণ করে দিলেও কাউকেই সে দামে চামড়া কিনতে দেখা যায়নি।
×