ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদের দিন বিচ্ছিন্ন বৃষ্টি

প্রকাশিত: ১০:১৮, ১১ আগস্ট ২০১৯

 ঈদের দিন বিচ্ছিন্ন বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল সোমবার পবিত্র ঈদ-উল-আজহার দিনে সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন একটানা বৃষ্টিপাতের কোন পূর্বাভাস নেই। সকাল থেকে মেঘ রোদের খেলা চলতে পারে। তবে কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারি বৃষ্টিও হতে পারে। আবার কোথাও আকাশ মেঘমুক্ত থাকবে। আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদ্দুল মান্নান জনকণ্ঠকে বলেন, ঈদের দিন নামাজ থেকে শুরু করে কোরবানিসহ বিভিন্ন কাজে মানুষ ব্যস্ত থাকবে। কিন্তু আবহাওয়ার পর্যবেক্ষণে দেখা গেছে এসব কাজের পরিবেশে বিঘ্ন সৃষ্টি হয় এমন বৃষ্টিপাতের কোন সম্ভবনা নেই। তবে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন এদিন সাগরে একটি লঘুচাপের জন্ম হতে পারে। এই লঘুচাপ কেটে গেলে ঈদের দুদিন পরে হয়তো বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত সপ্তাহে সাগরে লঘুচাপ থেকে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারাদেশে ভারি বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপটির প্রভাব ইতোমধ্যে কেটে গেছে। এখন মৌসুমি বায়ু দেশের ওপর কম সক্রিয় অবস্থায় রয়েছে। সাগরে রয়েছে মাঝারি অবস্থায়। এই অবস্থায় এখন ভারি বা একটানা বৃষ্টিপাতের কোন সম্ভবনা নেই। ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ‘আস্তে আস্তে মৌসুমি বায়ু সক্রিয় হতে পারে। ঈদের দিন আরও সক্রিয় হতে পারে। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ জনকণ্ঠকে বলেন, সোমবার পবিত্র ঈদ-উল-আজহার দিনে সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। এরপর ধারবাহিকভাবে আগস্টে আরও বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এদিকে চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এসময় বঙ্গোপসাগরে দুই-তিনটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। মৌসুমি বৃষ্টিপাতের কারণে আগস্টে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে। শ্রাবণের শেষভাগে এসে আবার মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে। তাতে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও উল্লেখ করেন।
×