ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএমইর উন্নয়নে পশ্চিমবঙ্গকে পাশে চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ১১ আগস্ট ২০১৯

এসএমইর উন্নয়নে পশ্চিমবঙ্গকে পাশে চায় বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপির) প্রায় ২৫ শতাংশ আসে ছোট-মাঝারি শিল্প থেকে। আর সেই শিল্পকে আরও ছড়িয়ে দিতে এবার পড়শি ভারতের হাত ধরতে চায় তারা। যার অঙ্গ হিসেবে পাশে চায় পশ্চিমবঙ্গকেও। রাজ্য সফরে এসে এ কথা জানালেন বাংলাদেশের শিল্প ও সরকারী প্রতিনিধিদের নিয়ে তৈরি ছোট-মাঝারি শিল্প সংক্রান্ত সংস্থা এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধিদল। তাদের ডাকে সাড়া দিয়ে পারস্পরিক আদান-প্রদান মারফত ব্যবসার ভবিষ্যত সম্ভাবনার দিশা খুঁজছে এ পার বাংলার শিল্পমহল ও সরকারও। পশ্চিমবঙ্গ রাজ্যে ছোট-মাঝারি শিল্পের সংগঠন ফ্যাকসির আমন্ত্রণে আসা ওই দলের কর্তারা জানান, বাংলাদেশে ১৭৭টি ক্লাস্টার চিহ্নিত হয়েছে। এ রাজ্যে ছোট শিল্পের ক্লাস্টার থেকে চাক্ষুষ অভিজ্ঞতা নিতে তাই মগরাহাটের রুপোর গয়না ও জানবাজারে চর্মশিল্পের ক্লাস্টার ঘুরে দেখেছেন তারা। দলের অন্যতম সদস্য শিল্প কর্তা মির্জা নুরুল গনি শোভন জানান, শিল্পের উন্নয়নে এখানে কেন্দ্র ও বণিকসভাগুলো কীভাবে কাজ করে তা বোঝাই তাদের লক্ষ্য। খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশের বাজারে এখানকার পণ্য বিক্রির সম্ভাবনাও। ফ্যাকসির কর্তা হিতাংশু গুহ ও সুভাষ সেনাপতি জানান, তাদের লক্ষ্য বাংলাদেশে ছোট শিল্পের বাজারের সঙ্গে সংযোগ গড়া।
×