ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোরবানিতে জমজমাট ফ্রিজের ব্যবসা

প্রকাশিত: ০৮:৩৯, ১১ আগস্ট ২০১৯

  কোরবানিতে জমজমাট  ফ্রিজের ব্যবসা

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোরবানি ঈদ সামনে রেখে জমজমাট ফ্রিজের ব্যবসা। শুধু কোরবানিতেই বিভিন্ন ব্র্যান্ডের ১০ লাখ পিস রেফ্রিজারেটর বা ফ্রিজ বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে সরকারী-বেসরকারী অফিসে ঈদের ছুটি শুরু হলেও ইলেক্ট্রনিক্স শো-রুমগুলো আজ রবিবার গভীররাত পর্যন্ত খোলা রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ কারণে বায়তুল মোকাররম স্টেডিয়াম মার্কেটসহ সারাদেশের শো-রুমগুলোতে এ মুহূর্তে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফ্রিজ ও ফ্রিজার। দেশীয় ফ্রিজের পাশাপাশি আমদানিকৃত বিদেশী ফ্রিজের বিক্রিও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে বছরে ফ্রিজের চাহিদা রয়েছে ২৫ লাখ পিস। এর মধ্যে শুধু কোরবানিতে বিক্রি হবে ১০ লাখ পিস ফ্রিজ। ওয়ালটন, সিঙ্গার, সনি-র‌্যাংগস, স্যামসাং, ওয়ার্লপুল, হিটাচি, এলার্জি, শার্প, মিনিস্টার, কনকা, হাইকো ও যমুনা ফ্রিজের শো-রুমগুলোতে ফ্রিজ ক্রেতাদের উপচেপড়া ভিড়ই বলে দিচ্ছে চাঙ্গা এখন ফ্রিজের বাজার। ফ্রিজ বিক্রেতারা বলছেন, তাদের দম ফেলার সময় নেই। ক্রেতারা গরু কেনার পাশাপাশি ফ্রিজও কিনে নিচ্ছেন। সাইজ ও ডিজাইনভেদে এসব ফ্রিজ ১১ হাজার থেকে ৬৫ হাজার ৯০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ঈদ-উল-আজহায় ফ্রিজ ক্রেতাদের মিলিয়নিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেন সিজন-৪ এর আওতায় ওয়ালটন রেফ্রিজারেটর বা ফ্রিজার কিনে রেজিস্ট্রেশন করলেই প্রতিদিনই পেতে পারেন ১ মিলিয়ন বা ১০ লাখ টাকা। এছাড়া থাকছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচারসহ ফ্রিজ, টিভিসহ অসংখ্য পণ্য ফ্রি। স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেক্ট্রনিক্সের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর জানান, কোরবানিতে স্যামসাংয়ের ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দেয়া হচ্ছে। নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে ক্রেতারা বিনামূল্যে পাবেন একটি টেলিভিশন অথবা ওয়াশিং মেশিন কিংবা মাইক্রোওভেন। সিঙ্গার ইতোমধ্যে চালু করেছে ‘সিঙ্গার ঈদ ফ্রিজ ফিভার’ ক্যাম্পেন। এই ক্যাম্পেনে দেশজুড়ে ক্রেতা সাধারণ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ১০০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। রেফ্রিজারেটর ক্রয়ে পাবেন নিশ্চিত ২০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
×