ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফেয়ার ইলেক্ট্রনিকসের কারখানা পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১১:৪২, ৬ আগস্ট ২০১৯

ফেয়ার ইলেক্ট্রনিকসের কারখানা পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদীতে ফেয়ার ইলেক্ট্রনিকস ম্যানুফ্যাকচারিং কারখানা সম্প্রতি পরিদর্শন করেছেন। ফেয়ার গ্রুপের কারখানা পরিদর্শনকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে কারখানা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় নরসিংদীর বেশ কিছু সেবামূলক সংস্থাকে ফেয়ার ইলেক্ট্রনিকসের কারখানায় উৎপাদিত স্যামসাং ফ্রিজ বিনামূল্যে দেয়া হয়। শিল্পমন্ত্রীর ফেয়ার গ্রুপের কারখানা পরিদর্শনকালে নরসিংদী-৩ সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাওনাইন, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, স্যামসাং ইলেক্ট্রনিকস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. স্যাংওয়ান ইউন, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব মানিকসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, স্যামসাং ও ফেয়ার গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মি. রুহুল আলম আল মাহবুব মানিক বলেন, ফেয়ার ইলেকট্রনিকস স্যামসাং মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেন অনুমোদিত প্রস্তুতকারক ও বিপণনকারী। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বাংলাদেশকে উৎপাদন ও রফতানিমুখী করতে আমরা বিনিয়োগকারীদের যে সহায়তা ও প্রণোদনা দিয়েছি।
×