ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইমপিচমেন্ট নিয়ে বিতর্ক শুরু

ট্রাম্পকে জবাবদিহি করতে হবে ॥ পেলোসি

প্রকাশিত: ১১:৩৭, ৬ আগস্ট ২০১৯

ট্রাম্পকে জবাবদিহি করতে হবে ॥ পেলোসি

কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হওয়ার কয়েক ঘণ্টা পর ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক অনাস্থা তদন্ত শুরু করার পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন। কংগ্রেসের স্পীকার ন্যান্সি পেলোসি শুক্রবার বলেন, কেউ আইনের উর্ধে নয় এবং ট্রাম্পকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এনবিসি নিউজ। পেলোসি (ডমো, ক্যালি.) ট্রাম্পের অনাস্থা বিষয়ে তার বর্তমান অবস্থানে দৃঢ়তা রেখে এক বিবৃতিতে বলেন, তার ককাসদের কংগ্রেসের চলমান তদন্ত ও আইনী লড়াইয়ের প্রতি তাদের মনোযোগ প্রতিফলিত করা উচিত। কিন্তু স্পীকার ট্রাম্পের বিচার বাধাগ্রস্ত করার সম্ভাবনার ১০টি উদাহরণ তুলে ধরেন যেগুলো বিশেষ উপদেষ্টা রবার্ট মুয়েলারের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, সত্যিকার ঘটনা অবহিতকরণে আমাদের বাধা দেয়ার জন্য প্রেসিডেন্টের অতি সাম্প্রতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত করার আরও প্রমাণ হিসেবে দেখা দিয়েছে। তিনি বলেন, কংগ্রেসে ডেমোক্র্যাটরা আমাদের গণতন্ত্র ও শাসনতন্ত্র রক্ষার জন্য আইন প্রণয়ন, তদন্ত ও মামলা অব্যাহত রাখবেন।
×