ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

টেক্সাস হামলা অভ্যন্তরীণ সন্ত্রাস, এফবিআই

প্রকাশিত: ০৮:২৩, ৫ আগস্ট ২০১৯

 টেক্সাস হামলা  অভ্যন্তরীণ  সন্ত্রাস, এফবিআই

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্টের একটি দোকানে বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত হওয়ার ঘটনাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাস’ বলছে মার্কিন সংস্থা এফবিআই। এই সূত্র ধরে তদন্ত এগোবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। এএফপি। স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় হামলার এ ঘটনা ঘটে। হামলাকারী একজন বর্ণবাদী। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, তার নাম প্যাট্রিক ক্রুসিয়াস। সে মূলত লাতিন আমেরিকান বিদ্বেষী। হামলার আগে অনলাইনে পোস্ট করা এক ‘ইশতেহারে’ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকে সমর্থন জানায় সে। এছাড়া, হামলাকারী বিভিন্ন টুইটেও লাতিন আমেরিকান অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াত। ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করে এমন অনলাইন গ্রুপে এ্যাকটিভ ছিল সে। বিবিসির এক প্রতিবেদন বলছে, আটককৃত ওই যুবক একাই এই হত্যাকাণ্ড চালিয়েছেন। এদিকে, ঘটনার পরপরই বিবৃতি দিয়েছেন এল পাসোর মেয়র ডি মারগো। তিনি বলেন, এমন ভয়ানক ঘটনা এল পাসোয় ঘটবে বলে কখনও ধারণা করেননি তিনি।
×