ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উগ্রবাদী লিফলেট বিতরণকালে হিযবুত তাহ্রীরের এক জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ১১:৪৬, ১ আগস্ট ২০১৯

উগ্রবাদী লিফলেট বিতরণকালে হিযবুত তাহ্রীরের এক জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ খোদ ঢাকায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিযবুত তাহ্রীরের রাষ্ট্র ও সরকার বিরোধী উগ্রবাদী লিফলেট বিতরণের সময় এক জঙ্গী হাতেনাতে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে শতাধিক উগ্রবাদী লিফলেট ও একটি বই। গত ৩০ জুলাই মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে ঢাকার চকবাজার থানাধীন সোয়ারীঘাটের কামালবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহ্রীরের তরফ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছিল। খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান চালায় র‌্যাব-১০ একটি দল। অভিযানে গ্রেফতার হয় জঙ্গী সংগঠনটির সক্রিয় সদস্য রাশেদ মাহমুদ ওরফে মিথুন (২৬)। তার পিতার নাম এম এ রহিম। বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানাধীন কাসই গ্রামে। সে ঢাকার লালবাগের আজিমপুর সরকারী কোয়াটারে থাকত। তার কাছ থেকে ১১০টি উগ্রবাদী লিফলেট ও উগ্রবাদী বইসহ জঙ্গীবাদের অন্যান্য আলামত জব্দ হয়েছে। র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ কাইয়ুমুজ্জামান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিথুন জঙ্গী সংগঠনটির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে নিষিদ্ধ সংগঠনটির মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচার কাজে জড়িত। মিথুন তার অনুসারীরা গণতন্ত্রমনা জনসাধারণের কাছে বিভিন্ন প্রকার উগ্রবাদী বই ও লিফলেট বিতরণ করে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছিল। যাতে নাশকতা চালাতে মানুষের সহযোগিতা বা সহমর্মিতা পাওয়া সহজ হয়।
×