ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ পরিসংখ্যান সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন

প্রকাশিত: ০৯:৩৮, ৩১ জুলাই ২০১৯

বাংলাদেশ পরিসংখ্যান সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ নতুন করে বাংলাদেশ পরিসংখ্যান সমিতির দুই বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সমিতির ১৭তম দ্বিবার্ষিক সম্মেলন শেষে নির্বাচনের মাধ্যমে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হয়েছেন প্রফেসর ড. পিকে মতিউর রহমান (আই এসআরটি, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও মহাসচিব হয়েছেন এ কে এম আশরাফুল হক (প্রকল্প পরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)। এছাড়াও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন এক নং সহ-সভাপতি হয়েছে। এছাড়াও সহ-সভাপতিদের মধ্যে ক্রম হিসেবে রয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. সাইদুর রহমান, প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুল হক মিয়া, প্রফেসর ড. মোঃ আবদুল কুদ্দুস (ডিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ) ও তালুকদার ইউনিয়ন ইন্সুরেন্স কোং লিঃ এর এমডি মোঃ জাকারিয়া হোসেন সহ-সভাপতি হয়েছেন। কমিটির কোষাধাক্ষ হয়েছেন মোহাম্মদ মহিদুল ইসলাম (যুগ্ম-পরিচালক, বাংলাদেশ ব্যাংক)। এছাড়াও যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. প্রভাস কুমার কর্মকার, মোঃ মাসুদ আকতার তালুকদার, মোঃ জাহিদুল হক সরদার ও ড. এনামুল হক সজিব। সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক মোঃ আজগর আলী, গবেষণা ও প্রকাশনা সম্পাদ হয়েছেন সহিদুল ইসলাম খান। আর সদস্য হয়েছেন প্রফেসর এম. সেকান্দার হায়াত খান, প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রফেসর এম. নুরুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল হোসেন, প্রফেসর ড. আমির হোসেন, প্রফেসর ড. জাকির হোসেন, মোঃ হেফজুর রহমান, প্রফেসর এমদাদুল হক, মোঃ সামছুল আলম প্রমুখ।
×