ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সং ক্ষি প্ত খ ব র

প্রকাশিত: ০৮:৩৯, ৩১ জুলাই ২০১৯

সং ক্ষি প্ত খ ব র

গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড ... ইথিওপিয়ায় একদিনে ২০ কোটিরও বেশি গাছ লাগানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জলবায়ু পরিবর্তন ঠেকাতে এই বিপুল পরিমাণ গাছ লাগানো হয় দেশটিতে। এর মধ্য দিয়ে দেশটি বিশ্ব রেকর্ড গড়ল বলেই ধারণা করছেন কর্মকর্তারা। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ সোমবার গাছ লাগানোর এ প্রকল্পের নেতৃত্ব দেন। খরা জর্জরিত দেশটিতে বন উজাড় হয়ে যাওয়ার ক্ষতিকর প্রভাব ঠেকানো এবং জলবায়ু পরিবর্তন রোধ করাই গাছ লাগানোর উদ্দেশ্য বলে জানান কর্মকর্তারা। সরকারী কর্মচারীরাও যাতে গাছ লাগানোর কাজে অংশ নিতে পারেন সেজন্য বন্ধ রাখা হয় কিছু সরকারী কার্যালয়। দেশের প্রায় এক হাজারটি জায়গায় গাছ লাগানো হয়েছে। জাতিসংঘের হিসাব মতে, বিংশ শতাব্দীর শুরুতে ইথিওপিয়ায় বনাঞ্চল ব্যাপকভাবে হ্রাস পায়। ইথিওপিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেছেন, মোট চার শ’ কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে। এখন পর্যন্ত ২২ কোটি গাছ লাগানো হয়েছে বলে জানান তিনি। -বিবিসি
×