ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঢাবি ভর্তি

এমসিকিউর সঙ্গে এবার লিখিত পরীক্ষাও দিতে হবে

প্রকাশিত: ০৯:৪২, ২৫ জুলাই ২০১৯

 এমসিকিউর সঙ্গে এবার লিখিত পরীক্ষাও দিতে হবে

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য এমসিকিউয়ের পাশাপাশি প্রথমবারের মতো লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তিচ্ছুদের। আগামী ৫ আগস্ট বিকেল চারটা থেকে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন শুরু হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সব্রত কুমার আদিত্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষায় ৭৫ নম্বরের এমসিকিউয়ের পাশাপাশি ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় দেয়া হবে। বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর, কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর, সকল অনুষদের সমন্বিত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৪ সেপ্টেম্বর এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
×