ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুত বিভ্রাটে শাহজালাল বিমানবন্দরে স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত

প্রকাশিত: ০৯:৩০, ২২ জুলাই ২০১৯

 বিদ্যুত বিভ্রাটে শাহজালাল বিমানবন্দরে স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত

স্টাফ রিপোর্টার ॥ চরম গাফিলতির দরুন রেলওয়ের উচ্ছেদ অভিযানে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু অংশের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন দেখা দেয়। রবিবার সকালে কাওলায় সিভিল এভিয়েশনের নিজস্ব বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানোর সময় বিমানবন্দরের বিদ্যুত সংযোগ কাটা পড়ে। ওই সাব স্টেশনের বিদ্যুত দিয়েই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ আশপাশের কোয়ার্টারের বিদ্যুত সরবরাহ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত তিনটার দিকে রেলওয়ের লোকজন উচ্ছেদ অভিযানের সময় চরম গাফিলতির দরুন বিদ্যুতের লাইন কেটে যায়। এতে শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল ২এ বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল। বিদ্যুত না থাকায় যাত্রীদের সাময়িক ভোগান্তি দেখা দেয় বলে অভিযোগ উঠে। বিশেষ করে ভোর থেকে বিদ্যুত না থাকায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ থাকায় গরমে কষ্ট পেতে হয় যাত্রীদের। এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী জানান, টার্মিনাল ১ এ সর্বক্ষণিক বিদ্যুত ছিল। বিদ্যুত না থাকায় পানিরও সঙ্কট দেখা দেয় সাময়িক। বিশেষ ব্যবস্থায় পানির সরবরাহ স্বাভাবিক রাখা হয়। বিকেল তিনটার দিকে বিদ্যুত সংযোগ পুনর্¯’াপনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিমানবন্দর সূত্র জানিয়েছে, রাত তিনটার দিকে হঠাৎ বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিমানবন্দরের অর্ধেকাংশে অন্ধকার নেমে আসে। খবর পেয়ে মুহূর্তেই সেখানে হাজির হন প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মালেকসহ অন্য প্রকৌশলীরা। তারা ভোর রাতেই সংযোগ পুনর্¯’াপনের সর্বাত্মক চেষ্টা চালান। তাদের কাজে তদারকি করার জন্য সেখানে উপস্থিত থাকেন চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান ও মেম্বার (অপস) এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান। টানা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় বিকেল তিনটায় লাইন স্বাভাবিক করার পর স্বস্তি নেমে আসে। এ বিষয়ে এক নম্বর টার্মিনালে বিদ্যুত থাকার কথা উল্লেখ করে দুপুর আড়াইটার দিকে তিনি বলেন, ডেসকোর এক্সিকিউটিভ ডিরেক্টর তার দল নিয়ে সংযোগ সচল করতে কাজ করছেন। আমরাও পিডিবির সঙ্গে যোগাযোগ করে দ্রুত বিদ্যুত সংযোগ সচলের চেষ্টা করছি। আশা করছি আধা ঘণ্টার মধ্যে দুই নম্বর টার্মিনালে বিদ্যুত চলে আসবে। এ বিষয়ে বিমানবন্দর এলাকায় বিদ্যুত সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের পরিচালন শাখার পরিচালক নূর মোহাম্মদ বলেন, লাইন কাটা পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংযোগ মেরামতের কাজ শেষ। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম বিদ্যুতের সংযোগ কাটা পড়লেও বিমানবন্দরের কার্যক্রমে ব্যাঘাত হয়নি বলে দাবি তিনি বলেন- সবকিছু স্বাভাবিকভাবেই ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবন্দরের একটি পানির পাম্পে সমস্যা হয়েছিল, সেটা মেরামতের পাশাপাশি বিকল্প পদ্ধতিতে পানি সরবরাহ করা হয়েছে। জেনারেটর ব্যবহার করে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, রবিবার ভোর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পানি ও বিদ্যুত সরবরাহে সমস্যা দেখা দিলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় ডেসা এবং ওয়াসার আন্তরিক সহযোগিতায় খুব দ্রুত সমস্যার সমাধান করা হয়।
×