ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তালেবান যুগ ফিরে আসার শঙ্কায় আফগান নারীরা

প্রকাশিত: ০৮:৪১, ১৬ জুলাই ২০১৯

 তালেবান যুগ ফিরে আসার  শঙ্কায় আফগান নারীরা

কঠোর অনুশাসনে বিশ্বাসী তালেবানে আস্থা নেই আফগান নারীদের। সদ্য শেষ হওয়া কাতার সম্মেলনের শান্তি আলোচনায় আফগান প্রতিনিধিদের সঙ্গে ‘শান্তির পথরেখা’ তৈরিতে রাজি হয়েছে তালেবান প্রতিনিধিরা। দিয়েছে নারীদের অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি। কিন্তু তালেবানের ওই প্রতিশ্রুতিতে ভরসা পাচ্ছেন না নারীরা। সাম্প্রতিক শান্তি আলোচনায় অগ্রগতির প্রেক্ষাপটে আফগানিস্তানের নারীরা তালেবানের আবার ফিরে আসা নিয়ে কী ভাবছে- তা জানতে ‘দ্য নিউইয়র্ক টাইমস’ পত্রিকার এক প্রতিনিধি সেখানে গিয়েই এমন আলামত পেয়েছেন। আফগানিস্তানের বিপজ্জনক প্রদেশ কান্দাহারের প্রথম এবং একমাত্র নারী আইনজীবী জয়নব ফয়েজের সঙ্গে কথা বলতে যাওয়ার সময়ই ওই প্রতিনিধি জানতে পারেন, জয়নব শহর ছেড়ে পালিয়েছেন। একের পর এক হুমকির মুখেই পালাতে বাধ্য হন জয়নব। পুরুষদের কারাগারে পাঠানোর কারণে তালেবানের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন তিনি। মাত্র ২৯ বছর বয়সেই আইনজীবী জয়নব ফয়েজ আফগান নারীদের বড় রক্ষক রূপে আবির্ভূত হন। -ওয়েবসাইট
×