ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের প্রতিনিধি দলের বারি পরিদর্শন

প্রকাশিত: ০৯:৪২, ৪ জুলাই ২০১৯

 যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের প্রতিনিধি দলের বারি পরিদর্শন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ইউএসডিএ-এর আন্তর্জাতিক প্রোগ্রাম বিশেষজ্ঞ জেসিকা মুজিতাবা ফার্নান্দেজ, ইমানুইলা মুনতানারি স্টিফেনস, এপিএএআরআই-এর নির্বাহী সচিব ড. রবি খেত্রপাল, ইউএসএআইডি-এর প্রতিনিধি মোহাম্মদ শিবলী, ইউএসডিএ-বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শহীদ উদ্দিন আহমেদ। অতিথিবৃন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সদর দফতরের সামনে এসে পৌঁছলে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ সরকার। পরে অতিথিবৃন্দ বারি মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ তাদের স্বাগত জানান এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ সরকার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত এবং মহাপরিচালকের দফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী। পরে অতিথিবৃন্দ ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের আইপিএম ল্যাব পরিদর্শন করেন এবং বাংলাদেশে ফসলের জন্য ক্ষতিকর ফল আর্মিওর্য়াম পোকার ওপর গবেষণা এবং তার অগ্রগতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। একই সঙ্গে তারা ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
×