ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব বাণিজ্য সঙ্কট নিরসনে জি ২০ সম্মেলন

প্রকাশিত: ০৭:৩১, ৩০ জুন ২০১৯

 বিশ্ব বাণিজ্য সঙ্কট নিরসনে জি ২০ সম্মেলন

বিশ্বের ১৯টি প্রধান অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত রেখে জি-২০-এর যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে। চলতি মাসের ২৮ তারিখে পশ্চিম জাপানের ওসাকা শহরে শুরু হয়েছে জি-২০ শীর্ষ সম্মেলন। জি-২০-এর অন্তর্ভুক্ত দেশগুলো বছরে একবার পর্যায়ক্রমিকভাবে শীর্ষ বৈঠকের আয়োজন করে থাকে। জাপান এবার প্রথমবারের মতো জি-২০ শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ হতে যাচ্ছে এবং ওসাকায় নির্ধারিত মূল সম্মেলন সফল করে তোলার নানারকম প্রস্তুতি ছিল। প্রতিবারের মতো এবারও জি-২০ শীর্ষ সম্মেলনকে অর্থবহ ও প্রতিনিধিত্বশীল করে তুলতে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরে আরও ৮টি দেশ এবং ৯টি বহুজাতিক সংস্থাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে জি ২০ ওসাকা সম্মেলনে অংশগ্রহণকারীর মোট সংখ্যা হচ্ছে ৩৭টি। যে ১৯টি দেশ জি-২০-এর মূল সদস্য সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব, কোরিয়া প্রজাতন্ত্র, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, ফ্রান্স, জার্মানি, ইতালি, চীন, ইন্দোনেশিয়া, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। অন্যদিকে এবারের শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত ৮টি দেশ হচ্ছে নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, স্পেন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিসর, চিলি ও সেনেগাল। জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের ফাঁকে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমরা একটা বড় ঘোষণা করতে চলেছি, বিরাট বাণিজ্যিক চুক্তি।’ বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকালই ট্রাম্প বলেছিলেন, ভারতের উচিত বর্ধিত শুল্ক তুলে নেয়া। এ নিয়ে তিনি মোদির সঙ্গে কথা বলবেন। এর পর ট্রাম্পের এ মন্তব্যের পরই শুল্ক বিবাদ মেটার জল্পনা তুঙ্গে উঠেছে। এবারের সম্মেলনে বিশ্ববাণিজ্য নিয়ে নানা সঙ্কট মিটবে বলে আশা করা যায়। প্রসঙ্গত গ্রুপ অব টোয়েন্টি (জি-২০) হলো বিশ্বের ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গবর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ। গ্রুপের সদস্য ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেণ। ১৯৯৯ সালে গঠিত এ জোটের মূল উদ্দেশ্য বৈশ্বিক অর্থনীতির মূল বিষয়সমূহের উপর আলোচনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে একত্রীকরণ করা। অর্থনীতি ডেস্ক
×