ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গর্জে ওঠে মুন্ডারি রাখালের বন্দুক

প্রকাশিত: ১০:০০, ২৪ জুন ২০১৯

 গর্জে ওঠে মুন্ডারি রাখালের বন্দুক

ভারতে গো-রক্ষার নামে বিশেষ ধর্মাবলম্বীকে মেরে ফেলা হচ্ছে। গত পাঁচ বছরে এরকম ঘটনা ও উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। এ নিয়ে বিতর্ক চরমে। গো-রক্ষক বাহিনীর তা-বে একের পর ঘটনা এসেছে সংবাদ শিরোনামে। এই অবস্থা তৈরির পেছনে উগ্র ধর্মীয় ভাবাবেগ কাজ করছে বলেই অভিযোগ। আফ্রিকার দেশ সুদানে অন্য পরিবেশ। সেখানে গো-রক্ষায় যারা স্টেনগান বা বন্দুক হাতে তুলে নেন তারা সাধারণ মানুষকে মারেন না। তাদের লক্ষ্য চোরাশিকারি। কেউ যদি সেই সম্পদ কেড়ে নিতে যায় তাহলে গর্জে ওঠে রাখালদের বন্দুক। সুদানের বিখ্যাত পশুসম্পদ হলো আনখল ওয়াতুসি নামের বিশেষ গরু। বিরাট শিংয়ের এই গরুর দাম ৪০০-৫০০ মার্কিন ডলার। দুর্ভিক্ষ, সংঘর্ষ, গৃহযুদ্ধে ক্ষতির মুখে পড়া দক্ষিণ সুদানে তাই এই গরু সোনার চেয়েও দামী। এদের রক্ষায় পাহারা দেন মুন্ডারি রাখালরা। আট ফুট লম্বা ও অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন দুধ দেয় এই প্রজাতির গরু। চামড়াও লোভনীয়। -সিএনএন
×