ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ভিজিএফের চাল বিতরণে যুবলীগের বাধা ॥ ক্ষোভ

প্রকাশিত: ১১:৩২, ১৫ জুন ২০১৯

 পটিয়ায় ভিজিএফের চাল বিতরণে যুবলীগের বাধা ॥ ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৪ জুন ॥ অতিদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণ করতে দেয়নি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদে চাল বিতরণ শুরু হলে যুবলীগের নেতাকর্মীরা এক পর্যায়ে বাধা দেন। ফলে চাল ছাড়াই প্রায় তিন শ’ দরিদ্র লোক খালি হাতে ফিরে গেছেন। গত ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এসব চাল বরাদ্দ হয়। ঈদের আগে উপজেলার প্রায় ইউনিয়নে চাল বিতরণ সম্পন্ন হলেও ছনহরা ইউনিয়নে নামের তালিকা সমন্বয়ের অভাবে ভিজিএফ চাল বিতরণ করা হয়নি। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর উন্নয়ন সমন্বয়কারী হিসেবে ছনহরা ইউনিয়নে রয়েছেন আওয়ামী লীগ নেতা আলমগীর খালেদ, ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আবদুর রশিদ দৌলতী। দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে বিতরণ করার জন্য হুইপের নির্দেশ রয়েছে। সমন্বয় না করার ইস্যুতে চাল বিতরণ যুবলীগের নেতাকর্মীরা বন্ধ করে দিয়েছে। এ সময় গ্রামবাসী উত্তেজিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। অবশ্য, পরে পটিয়া থানার একদল পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলার ১৭ ইউনিয়নের অতিদরিদ্র পরিবারের জন্য চাল বরাদ্দ দেয়া হয়। জনপ্রতি ১৫ কেজি করে চাল পাওয়ার কথা ছিল। ঈদের আগেই চাল বিতরণ হওয়ার কথা থাকলেও জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের অবহেলার কারণে ছনহরা ইউনিয়নে তা সম্ভব হয়নি। মূলত স্থানীয় যুবলীগ ও হুইপের উন্নয়ন সমন্বয়কারীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের সমন্বয় না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, অতিদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত চাল ঈদের আগে পাওয়ার কথা থাকলেও তালিকা সমন্বয় না হওয়ার কারণে এখনও তা সম্ভব হয়নি। গরিবের চাল নিয়ে যেন ‘খেলা’ শুরু হয়েছে।
×