ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে যুদ্ধবিমানের জ্বালানি ট্যাঙ্ক খসে পড়ে বিমানবন্দরে আগুন

প্রকাশিত: ১০:৩৫, ৯ জুন ২০১৯

 ভারতে যুদ্ধবিমানের  জ্বালানি ট্যাঙ্ক খসে  পড়ে বিমানবন্দরে  আগুন

জনকণ্ঠ ডেস্ক ॥ যুদ্ধবিমানের জ্বালানি ট্যাঙ্ক খুলে পড়ে ভারতের গোয়া বিমানবন্দরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক ঘণ্টার জন্য গোয়া বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। -খবর এনডিটিভির শনিবার দুপুর ২টার দিকে গোয়া বিমানবন্দর থেকে একটি ‘মিগ-২৯ কে’ যুদ্ধবিমান উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের সময়ই বিমানটির জ্বালানি ট্যাঙ্ক খুলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের রানওয়ের একটি অংশে আগুন লেগে যায়। শনিবার দুপুরের পর থেকে গোয়া বিমানবন্দরে কোন বিমান ওঠানামা করছে না। শীঘ্রই বিমানবন্দরটিতে বিমান চলাচল শুরু হবে বলে দেশটির বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে নয়াদিল্লীর পার্শ্ববর্তী ফরিদাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হন।
×