ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

ছবি দেখে কেটেছে ঈদের আনন্দ সময়

প্রকাশিত: ১০:১৫, ৮ জুন ২০১৯

 ছবি দেখে কেটেছে ঈদের  আনন্দ সময়

মনোয়ার হোসেন ॥ শহরের বুকে এখন ছড়িয়ে আছে উৎসবের রঙ। ঈদ আনন্দে বহুমুখী বিনোদনে বিভোর রাজধানবাসী। ঘরে বসে ছোট পর্দায় টেলিভিশন অনুষ্ঠানমালার সঙ্গে হাতছানি দিচ্ছে বড় পর্দায় সিনেমা দেখার আনন্দ। এর বাইরে থিম পার্কের নানা রাইড উপভোগ, উন্মুক্ত উদ্যানে নির্মল সময় কাটিয়ে দেয়ার পাশাপাশি চিড়িয়াখানায় ঘোরাঘুরি করেও কেটে যাচ্ছে সুসময়। ঈদকে ঘিরে রকমারি আনন্দের পসরার মাঝে রুপালি পর্দার টানে সিনেমাপ্রেমীরা হাজির হচ্ছেন সিনেমা হলে। দর্শকদের জন্য ঈদের তিনটি ছবি প্রদর্শিত হচ্ছে ঢাকাসহ সারাদেশের আড়াই শতাধিক প্রেক্ষাগৃহে। যদিও ঘরে বসেই টিভি চ্যানেলে হরেক রকম নাটক, টেলিফিল্ম, সঙ্গীতানুষ্ঠান, তারকাদের আড্ডাসহ সিনেমা দেখার অবারিত সুযোগ রয়েছে। তবে বিজ্ঞাপনের যাতনায় নির্দিষ্ট কোন অনুষ্ঠান দেখতে গিয়ে দর্শককে হতে হয় চরম বিরক্ত। আবার অসংখ্য অনুষ্ঠান থাকলেও উৎকর্ষতার বিবেচনায় সব অনুষ্ঠান দেখা হয় না দর্শকের। কিছুক্ষণ পরপর হাতের রিমোটটি চেপে চলে যেতে হয় চ্যানেল থেকে চ্যানেলে। এদিক থেকে প্রেক্ষাগৃহে ছবি দেখাটা দারুণ স্বস্তির। বিজ্ঞাপনের চাপে অতিষ্ঠ হতে হয় না দর্শককে। অন্ধকার ঘরে বসে ছবির গল্পের মাঝে নিমগ্ন হয় মন। নয়নজুড়ানো নানা দৃশ্য, সংলাপ, অ্যাকশন কিংবা নাচ-গানে চিত্ত হয় প্রফুল্ল। এছাড়া বহুকাল ধরেই বাঙালীর ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ ছবি দেখা। বিশাল পর্দায় নিরবচ্ছিন্নভাবে দেখে নেয়া যায় পছন্দের ছবিটি। নিরবচ্ছিন্নভাবে কেটে যায় আনন্দময় ঈদ মুহূর্ত। প্রতিবছর ঈদকে বিবেচনায় নিয়ে মুক্তি দেয়া হয় নতুন ছবি। সেই সুবাদে এবার ঈদে মুক্তি পেয়েছে তিনটি ঢাকাই ছবি। এই তিন ছবির মধ্যে পাসওয়ার্ড নামের ছবিটি সবচেয়ে বেশি দর্শক টানছে। সর্বাধিক ১৭৫টির বেশি সিনেমা হলে চলছে ছবিটি। বাকি দুটি ঈদের ছবি ‘নোলক’ এবং ‘আবার বসন্ত’ও কমবেশি আকৃষ্ট করছে দর্শককে। ঢাকাসহ সারাদেশের আড়াই শতাধিক প্রেক্ষাগৃহে চলছে এই সিনেমাগুলো। ঈদের দিন বুধবার ছিল বৃষ্টির ব্যাপক দাপট। তাই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসা বিনোদনসন্ধানীদের সংখ্যা ছিল স্বল্প। মূলত বৃহস্পতিবার থেকে প্রেক্ষাগৃহে ভিড় জমেছে দর্শকের। শুক্রবার বেলা তিনটার শোতে হাউসফুল দর্শকের দেখা মেলে মতিঝিলের মধুমিতা সিনেমা হলে। এখানে চলছে এ ঈদের হিট ছবি পাসওয়ার্ড। ছবিটি দেখতে এসেছেন নানা বয়সী মানুষ। অনেকেই হাজির হয়েছেন পরিবার-পরিজন নিয়ে। তরুণ-তরুণী থেকে শুরু করে মধ্যবয়সী নানা শ্রেণীর দর্শক। বাদ পড়েনি ছোটরাও। পরিবারের জ্যেষ্ঠ সদস্যের হাত ধরে চলে এসেছে বড় পর্দায় ছবি দেখার আনন্দে শামিল হতে। সবাই কাউন্টার থেকে সংগ্রহ করছিলেন ছবির টিকেট। এমন একজনের হাতে দেখা গেল আটটি টিকেট। এই পরিবারের প্রধান গে-ারিয়ার বাসিন্দা আমিনুল ইসলাম। তাঁর চারপাশে ভিড় জমিয়েছে পরিবারের তরুণ থেকে বয়োজ্যেষ্ঠ সদস্যরা। ঈদে দলবেঁধে ছবি দেখা সম্পর্কে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, একসময় প্রতিটি ঈদেই বাবা-মার হাত ধরে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখতাম। তখন তো এমন অসংখ্য টিভি চ্যানেল বা বিনোদন কেন্দ্রের ছড়াছড়ি ছিল না। ছবি দেখাই ছিল সবচেয়ে বড় বিনোদন। সেসময় মধ্যবিত্ত বাঙালীর ছবি দেখার একটি সংস্কৃতিও গড়ে উঠেছিল। সেই সংস্কৃতিটাকে এখনও ধরে রাখার চেষ্টা করি। সব সময় না পারলেও প্রতি ঈদে পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা দেখা হয়। সবাই মিলে ছবি দেখার বিষয়টা বেশ উপভোগ করি। বিরতিহীন আনন্দে কেটে যায় কয়েকটি ঘণ্টা। আজকে দেখব ‘মনে রেখো’ নামের ছবি। শুক্রবার ঈদের ছবির খোঁজ নিতে ঢুঁ মারা হয় বসুন্ধরা মার্কেটের স্টার সিনেপ্লেক্সে। এই হলে ছবি দেখতে এসেছিলেন তিন বন্ধু সারোয়ার হোসেন, আরফান রহমান ও তামিম আহসান। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এই তিন ছাত্র দেখবেন কিছুটা ভিন্ন ধারার বাণিজ্যিক ছবি ‘আবার বসন্ত’। বন্ধুদের পক্ষে সারোয়ার বললেন, এই ছবির গল্পটা একটু অন্যরকম হওয়ার কথা। তাই প্রচলিত গল্পের বাইরে নতুন বিষয়ের খোঁজে এই ছবির টিকেট কেটেছি। এবারের ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছে তিনটি ঢাকাই ছবি। তিন ছবির মধ্যে শুক্রবার পর্যন্ত পাসওয়ার্ডকে অনেকেই সুপার হিট তকমা দিচ্ছেন। অন্যদিকে বাকি দুই ছবির কোন শোতেই প্রেক্ষাগৃহ পূর্ণ হচ্ছে না। তবে হল মালিকরা আশা করছেন, নতুন সপ্তাহ থেকে দর্শকের উপযুক্ত সাড়া পাবে ছবিগুলো। এ প্রসঙ্গে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী ইফতেখার উদ্দীন নওশাদ জনকণ্ঠকে বলেন, আমার হলে চলছে শাকিব খান অভিনীত ছবি পাসওয়ার্ড। ছবিটি ব্যাপকসংখ্যক দর্শক টানছে। প্রতিটি শোতেই ভরপুর দর্শক হচ্ছে। ছবির মেকিং, গান, চিত্রনাট্যসহ সবকিছু দেখে ছবিটি দর্শককে আকৃষ্ট করেছে। তবে ঈদে একসঙ্গে শাকিব খান অভিনীত দুটি ছবি মুক্তি দেয়া ঠিক হয়নি। এ নায়কের ‘নোলক’ ছবিটি ঈদের পর মুক্তি দিলে দুটি ছবিরই সমান ব্যবসা করার সুযোগ ছিল। কিন্তু এখন একটি ভাল চলবে, অন্যটি কম চলবে। কথা প্রসঙ্গে তিনি বলেন, ঈদের প্রথম তিন দিন লোকজন বিভিন্নভাবে ব্যস্ত থাকায় এখনও সবাই হলে আসছেন না। আগামী সপ্তাহ থেকে হলগুলোয় দর্শক আর বাড়বে। লোকজন ঢাকায় ফেরার পাশাপাশি হলেও দর্শকের উপস্থিতি বাড়বে। রাজধানীর টিকাটুলির অভিসার সিনেমা হলের চলছে ‘নোলক’। এ ছবিটি সুপার-ডুপার হিট না হলেও ভাল দর্শক টানছে। শুক্রবার দুপর তিনটার শোতে দর্শকের বিপুল উপস্থিতি নজরে পড়েছে। ঈদের তিন ছবির বৃত্তান্ত : এবারের ঈদ বিনোদনে সিনেমাপ্রেমীদের উৎসব উদ্যাপনের সঙ্গী হয়েছে তিনটি চলচ্চিত্র। অন্ধকার জগতের এক ডনের সুইস ব্যাংকের এ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে এগিয়েছে ছবির কাহিনী। ঘটনাক্রমে পাসওয়ার্ডটি হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া পাসওয়ার্ড হন্যে হয়ে খুঁজতে থাকেন ডন। পাসওয়ার্ড খোঁজার মিশন নিয়েই নির্মিত সিনেমা পাসওয়ার্ড। মালেক আফসারি পরিচালিত ছবির অভিনয়শিল্পীরা হলেন শাকিব খান, বুবলী, মিশা সওদাগর, অমিত হাসান, নাদের খান, ইমন, তনামি প্রমুখ। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও বন্ধু প্রযোজক মোহাম্মদ ইকবাল। পারিবারিক আবেগের ছবি নোলক। দুটি পরিবারের গল্প নিয়ে ছবির কাহিনী। এই দুই পরিবারের মধ্যে তৃতীয় একটি পক্ষ এসে অশান্তি সৃষ্টি করে। সাকিব সনেট নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, ববি, তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। ছবির কাহিনী লিখেছেন ফেরারি ফরহাদ। একজন বাবার একাকিত্বের গল্প নিয়ে নির্মিত ছবি আবার বসন্ত। এই বাবা তাঁর সন্তানের জন্য জীবনের বড় একটা অংশ ব্যয় করে। কিন্তু একসময় বাবার পাশে পাওয়া যায় না সন্তানকে। প্রশ্ন ওঠে, তবে কি সব দায়িত্ব কেবল বাবারই। অনন্য মামুনের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও অর্চিতা স্পর্শিয়া। এছাড়া বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন আনন্দ খালিদ, মুক্তি জাকারিয়া, ইন্তু, রাতিশ প্রমুখ।
×