ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃদ্ধাকে স্বাবলম্বী করতে তরুণদের উদ্যোগ

প্রকাশিত: ০৮:৫৫, ৮ জুন ২০১৯

 বৃদ্ধাকে স্বাবলম্বী  করতে তরুণদের  উদ্যোগ

ফরিদপুরে বৃদ্ধাকে স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে তরুণদের সংগঠন আমরা করব জয়। সোমবার ওই বৃদ্ধাকে একটি ছাগল কিনে দেয়া হয় তরুণদের সংগঠন ‘আমরা করব জয়’-এর উদ্যোগে। ওই বৃদ্ধার নাম জুলেখা বেগম (৫৯)। তিনি শহরের আলীপুর মহল্লাস্থ রাজ্জাকের মোড় এলাকায় আশ্রিতা হিসেবে একটি বাড়িতে থাকেন। তার স্বামী খলিল মারা গেছেন। এক ছেলে ও এক মেয়ের মা জুলেখার মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে বিয়ে করে আলাদা থাকেন। নিজের পেট চালাতে এই বৃদ্ধ বয়সে আশপাশের বিভিন্ন জনের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু কিছু দিন আগে অজ্ঞাত এক রোগের কারণে তার ডান হাতের কব্জির নিচ থেকে অবশ হয়ে গেলে তিনি কাজ করা ছেড়ে দেন। আমরা করব জয়-এর সভাপতি আহমেদ সৌরভ জানান, বৃদ্ধার মানবেতর জীবনযাপনের কথা শুনে আমরা উদ্যোগ নেই বৃদ্ধাকে স্বাবলম্বী করার। এর জন্য ওই বৃদ্ধাকে একটি ছাগল কিনে দেই। যাতে দুধ ও বাচ্চা বিক্রি করে দিন কাটাতে পারেন ওই বৃদ্ধা। সোমবার দুপুর ১টার দিকে ওই বৃদ্ধার হাতে ছাগলটি তুলে দেয়ার সময় অন্যদের মধ্যে আমরা করব জয়-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফ খান ও সদস্য মেহেদী হাসান উপস্থিত ছিলেন। অভিজিৎ রায়, ফরিদপুর থেকে
×