ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি বিলুপ্তির পথে এগিয়ে চলেছে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৯:০১, ৩ জুন ২০১৯

 বিএনপি বিলুপ্তির  পথে এগিয়ে চলেছে ॥  তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২ জুন ॥ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, ভোলা-১ আসনের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী বলেছেন, এই দেশে বিএনপি ক্ষমতায় ছিল কিন্তু লুটপাট ছাড়া কিছু করেনি। আজকে বিএনপির করুণ অবস্থা। বিএনপি বিলুপ্তের পথে এগিয়ে চলেছে। দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল। এক নেতা আর এক নেতার বিরুদ্ধে বলে। ৬ জন এমপি হয়ে ছিল। ৫ জন শপথ নিয়েছে। আবার তাদের মহাসচিব মির্জা আলমগীর শপথ নেয়নি। আবার এই অবস্থার মধ্যে কেন শপথ নিল। কেন নিল না। তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। রবিবার বেলা ১১টায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে তোফায়েল আহমেদ জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একটা নির্বাচনী এলাকায় ৪/৫ জনকে নমিনেশন দিয়েছে। যে টাকা বেশি দিয়েছে তাকে নমিনেশন দিয়েছে। তাই এই দল টিকতে পারে না। তিনি আরও বলেন, বিএনপিসহ অরও অনেক দল আছে তারা আপনাদের সাহায্যের জন্য আসে না। তারা আসে ভোটের সময়। আমরা ভোটকে সামনে রেখে রাজনীতি করি না। আমরা আপনাদের গরিবের জন্য রাজনীতি করি। তোফায়েল আরও বলেন, এই ভোলাকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় রূপান্তরিত করার জন্য কাজ করে চলেছি। ভেলুমিয়ায় একটা পর্যটন কেন্দ্র হবে। ভোলাতে গ্যাস ভিত্তিক কল কারখানা গড়ে উঠবে। ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে ইতিমধ্যে রক্ষা করতে পেরেছি। এখানে ১০ বেডের নামে হাসপাতাল হয়েছে। ভেদুরিয়ায় টেক্সটাইল ইনস্টিটিউট হচ্ছে। তিনি আরও বলেন, এক সময় এই ভেলুমিয়ায় রিক্সাও চলত না। আর এখন কি সুন্দর অবস্থা। বিদ্যুত পেয়েছেন । রাস্তা পেয়েছে।
×