ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বসুন্ধরার বিবিবি কসমেটিক্স বন্ধ

প্রকাশিত: ০৯:৩৫, ৩০ মে ২০১৯

 বসুন্ধরার বিবিবি কসমেটিক্স বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ নামী-দামী সব ব্র্যান্ডের নামে নকল বিদেশী কসমেটিক্স বিক্রির অপরাধে বসুন্ধরা সিটির বিবিবি কসমেটিক্স (বিডি বাজেট বিউটি) সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার রাজধানীর বসুন্ধরা সিটিতে বিশেষ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সংস্থাটি। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল। শাহরিয়ার বলেন, বিবিবি কসমেটিক্স নামী-দামী প্রতিষ্ঠান। অবৈধ পন্থায় আনা (লাগেজ পার্টির) বিভিন্ন বিদেশী প্রসাধনী সামগ্রী বিক্রি করছে। এসব প্রসাধনীর গায়ে আমদানিকারকের নাম লেখা নেই। এটি আসলে ব্র্যান্ডের পণ্য নাকি কেরানীগঞ্জ, জিঞ্জিরা, চকবাজারের তৈরি নকল কসমেটিক্স তার কোন নিশ্চয়তা নেই।
×