ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদে মিষ্টি মারিয়ার দুই চলচ্চিত্র

প্রকাশিত: ০৯:০৬, ৩০ মে ২০১৯

ঈদে মিষ্টি মারিয়ার দুই চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী, মডেল ও লেখিকা মিষ্টি মারিয়া। অসংখ্য নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্রে কাজ করে তিনি বেশ পরিচিতি পেয়েছেন। পাশাপাশি লেখক হিসেবেও তার সুনাম রয়েছে। তবে সব কিছুকে ছাপিয়ে তিনি নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এর আগে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন মিষ্টি মারিয়া। এরই ধারাবাহিকতায় এবারের ঈদ-উল-ফিতরে মিষ্টি মারিয়া অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। দুটি চলচ্চিত্রই প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। চলচ্চিত্র দুটি হলো আমীরুল ইসলাম পরিচালিত ‘আলোয় ভুবন ভরা’ ও শহীদুল আলম সাচ্চুর ‘ভালবাসার উত্তাপ’। চলচ্চিত্র দুটি প্রসঙ্গে অভিনেত্রী মিষ্টি মারিয়া বলেন, দুটি চলচ্চিত্রে দুই ধরনের চরিত্রে অভিনয় করেছি। এর মধ্যে ‘আলোয় ভুবন ভরা’ চলচ্চিত্রে আমার চরিত্রের নাম আলো। এখানে চঞ্চল, দুষ্টু ও সাহসী একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এ চরিত্রটিতে অনেক বৈচিত্র রয়েছে। অন্যদিকে ‘ভালবাসার উত্তাপ’ চলচ্চিত্রে আমার চরিত্রের নাম থাকছে ছুটি। চঞ্চল একটা মেয়ের চরিত্র এটিও। তবে মেয়েটার শারীরিক অসুস্থতার কারণে একটা সময় ভালবাসার মানুষকেও তার মনের কথাটা বলতে পারে না। একটা সময় মেয়েটা জানতে পারে সে মারা যাবে। দারুণ একটি গল্প। দুটি চলচ্চিত্র নিয়েই আমি বেশ আশাবাদী। ‘আলোয় ভুবন ভরা’ চলচ্চিত্রে মিষ্টি মারিয়ার বিপরীতে সাইফ খান এবং ‘ভালবাসার উত্তাপ’ চলচ্চিত্রে চিত্রনায়ক ইমন অভিনয় করেছেন। এদিকে এ দুটি চলচ্চিত্রের বাইরে মিষ্টি মারিয়া ‘মানুষ কেন অমানুষ হয়’ নামে একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। মূলত ক্যামেরার সামনে এটিই ছিল তার প্রথম চলচ্চিত্র। এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আহমেদ ইলিয়াস ভূঁইয়া। এ চলচ্চিত্র টিও সামনে মুক্তি পাবে বলে জানিয়েছেন মিষ্টি মারিয়া। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×