ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিদির বেতে খোকা

প্রকাশিত: ০৮:২৫, ২৫ মে ২০১৯

 দিদির বেতে খোকা

‘সাত ভাই চম্পা জাগো’- পারুলদি’ ডাকল, না গো? একি ভাই, কাঁদছ?-মা গো কি যে কয়-আরে দুত্তুর। পারায়ে সপ্ত-সাগর এসেছে সেই চেনা-বর? কাহিনীর দেশেতে ঘর তোর সেই রাজপুত্তুর? মনে হয়, ম- মেটাই খেয়ে জোর আয়েশ মিটাই।- ভালো ছাই লাগছে না ভাই, যাবি তুই এ একেলাটি। দিদি, তুই সেথায় গিয়ে যদি ভাই যাস ঘুমিয়ে জাগাব পরশ দিয়ে রেখে যাস সোনার কাঠি
×