ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় পিটুনিতে ছিনতাইকারী নিহত

প্রকাশিত: ০৯:০৮, ১৯ মে ২০১৯

 ফতুল্লায় পিটুনিতে  ছিনতাইকারী  নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার ফতুল্লায় গণপিটুনিতে সজিব (২০) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহত সজিব একজন ছিনতাইকারী। এ সময় মামুন (৩২) নামে আরও এক ছিনতাইকারী আহত হয়েছে। আহত মামুনকে আশঙ্ককাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে জামতলা ঈদগাহ এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ জানান, নগরীর গাবতলী এলাকার বাসিন্দা ঢাকা কমার্স কলেজের ছাত্র সায়হাম আহম্মেদ বাপ্পী শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাসা থেকে বের হয়ে কলেজের উদ্দেশে চাষাঢ়া বাসস্ট্যান্ডে আসছিলেন। রিক্সাটি মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এলে আগে থেকে ওঁৎপেতে থাকা ৩ ছিনতাইকারী তার রিক্সার গতিরোধ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাপ্পী ছিনতাইকারিদের ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীরা বাপ্পীকে আটক করে মারধর শুরু করে। বাপ্পী চিৎকারে শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। এসময় এক ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। তবে অন্য দুজনকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুই ছিনতাইকারীকে উদ্ধার করে খানপুর ৩শ শয্যা হাসাপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সজিব নামের এক ছিনতাইকারীকে মৃত ঘোষণা করে। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শাহাদাত হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে ২ যুবককে হাসাপাতালে আনা হয়। এর মধ্যে একজন আগেই মারা গেছে। অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×