ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৮:৫২, ১৯ মে ২০১৯

 ক্যাম্পাস সংবাদ

বাংলাদেশের ইতিহাস উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষাবিষয়ক ম্যাগাজিক এডুকেশন ওয়াচ-এর উদ্যোগে গত বৃহস্পতিবার আইডিয়াল কমার্স কলেজ অডিটোরিয়ামে এসএসসি কৃতী শিক্ষার্ক্ষী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি ২০১৯, বাংলাদেশের ইতিহাস উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল কমার্স কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. এম.এ. হালিম পাটওয়ারী। স্বাগত বক্তব্য রাখেন এডুকেশন ওয়াচ-এর সম্পাদক মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানে প্রফেসর ড. হাবিবা খাতুন, প্রফেসর হোসনে আরা বেগম এবং ড. আগস্টিন ক্রুজকে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয়। এই প্রথম ঢাকার স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষাবিষয়ক ম্যাগাজিন এডুকেশন ওয়াচের উদ্যোগে আইসিসি বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড ২০১৯-এর আয়োজন করা হয়। শিক্ষার্থীদের কাছে ইতিহাস চর্চাকে জনপ্রিয় করে তোলাই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এ আয়োজনে ঢাকার স্বনামধন্য ৫০টি স্কুল ও কলেজ/সমমান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য এ অনুষ্ঠানে প্রায় ৫০০ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। জিপিএ-এর ভিত্তিতে আইডিয়াল কমার্স কলেজে ভর্তি, সেসন ও টিউশন ফি-এর ক্ষেত্রে ১০০% পর্যন্ত শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দেয়া হয় এ অনুষ্ঠানে। . ড্যাফোডিলে এলামনাই-স্টুডেন্ট কংগ্রেস ২০১৯ সম্পন্ন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রাম ক্যাম্পাসে এলামনাইদের নিয়ে গত ৩ মে বিকাল ৪টায় Alumni-Student Congress 2019 অনুষ্ঠান সম্পন্ন হয়। এদের মধ্যে NCC Education & London Metropoliton University থেকে কম্পিউটারের উপর BSC সম্পন্ন করা ছাত্র-ছাত্রীরা এবং ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কৌশিক দেব, ডিন, ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল এ্যান্ড কম্পিউটার ইনঞ্জিনিয়ারিং, চুয়েট। বক্তব্য রাখেন মোঃ শাহনেয়াজ মজুমদার, হেড অব অপারেশন, ডিআইআইটি, চট্টগ্রাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রাম ক্যাম্পাসের অধ্যক্ষ জনাব মোঃ ফারুক ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা অঙ্গনে ড্যাফোডিল ফ্যামিলির বিভিন্ন অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ড্যাফোডিল ফ্যামিলি সবসময় এলামনাইদের সাথে আছে এবং থাকবে। তিনি তাদের মেধা, যোগ্যতা ও সুযোগগুলো সমাজের উন্নতির কাজে লাগানোর আহবান করেন। বিশেষ অতিথি ড. কৌশিক দেব ছাত্রছত্রীদের ও এলামনাইদের উদ্দেশ্যে ৪র্থ প্রজন্মের শিল্প বিপ্লবের গুরুত্ব তুলে ধরেন ও তার প্রযুক্তিগত দিকগুলো সমাজের সকল স্তরে প্রয়োগের আহবান জানান। ডিআইটি, চট্টগ্রাম ক্যাম্পাসের হেড অব অপারেশন মোঃ শাহ নেওয়াজ মজুমদার দেশে ও বিদেশে ডিআইআইটি এলামনাইদের অবস্থান ও জাতীয় উন্নয়নে তাদের অবদানের কথা তুলে ধরেন। সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফারুক ইসলাম এলামনাইদের উদ্দেশে তাদের সময়ের স্মৃতিচারণ করেন ও বর্তমান ড্যাফোডিলের শিক্ষা কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। এরপর পুনর্মিলনী ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড প্রোগ্রাম ও সান্ধ্যভোজনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। ক্যাম্পাস প্রতিবেদক
×