ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধ ৭ জনসহ আহত ৩৪

প্রকাশিত: ১০:৩৬, ১৮ মে ২০১৯

 বাঁশখালীতে পৃথক  সংঘর্ষে গুলিবিদ্ধ  ৭ জনসহ  আহত ৩৪

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম, ১৭ মে ॥ উপজেলার বাহারছড়া ও শেখেরখীল ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পৃথক সংঘর্ষের ঘটনায় নারীসহ সাতজন গুলিবিদ্ধ ও আহত হয়েছে ২৭ জন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ১০ থেকে ১৫ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৩ জনকে চমেকে প্রেরণ করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ বিষয়ে ওসি মোঃ কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ও দুস্কৃতকারীদের ধরতে অভিযান চলছে। এদিকে পৃথক সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা চলছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাহারছড়া ইউপির ইলশা গ্রামেরমৃত মোহাম্মদ মিয়ার পুত্র কালা ঝুন্টুর সঙ্গে একই এলাকার দলিলুর রহমানের নুরুল আবছারের সমাজ নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ফের রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিয়েছে। এই নিয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে কালা ঝুন্টুর লোকজন নুরুল আবছারের সমাজের লোকজনের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। ঘণ্টাব্যাপী চলা হামলায় ১০-১৫ রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয় সাতজন। এছাড়া একই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন।
×