ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

প্রকাশিত: ১০:৩৫, ১৮ মে ২০১৯

 শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

স্টাফ রিপোর্টার ॥ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। গৌতম বুদ্ধের জন্মোৎসব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ একই দিন সম্পন্ন হয়। এই ত্রিস্মৃতিবিজড়িত বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সব বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি ‘বুদ্ধ পূর্ণিমা’ নামে পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, এই পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। খৃষ্টপূর্ব ৬২৩ অব্দের এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। ৫৮৮ খৃষ্টপূর্বাব্দের এই দিনে তিনি সাধনায় সিদ্ধিলাভ করে জগতে বুদ্ধ নামে খ্যাত হন। এবং ৫৪৩ খৃষ্টপূর্বাব্দের এই দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়ে জগতে বৌদ্ধধর্ম প্রতিষ্ঠিত হয়। এদিকে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী নেয়া হয়েছে। ঢাকায় তিনটি প্রধান বৌদ্ধ বিহারে এই ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। তিনটি বৌদ্ধ বিহারের মধ্যে রয়েছে কমলাপুর ধর্মরাজি বৌদ্ধ বিহার, বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এবং মিরপুরে অবস্থিত সাক্যমুনি বৌদ্ধ বিহারে এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী পালন করা হবে বলে জানা গেছে। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন। বুদ্ধ পূর্ণিমায় জঙ্গী হামলাসহ যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ জন্য আজ সকাল থেকে রাজধানীর সকল বৌদ্ধ মন্দিরে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরায় মন্দিরের প্রধান ফটকসহ আশপাশ এলাকায় নজর রাখা হচ্ছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ নিয়োজিত রয়েছে। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকল ধরনের মাদকদ্রব্য, আতশবাজি ও পটকা ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ফানুস ওড়ানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। নামাজের সময় সকল ধরনের বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখতে হবে।
×