ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুদকের প্রতি রাষ্ট্রপতি

সেবা খাতে দুর্নীতি বিরোধী অভিযান চালান

প্রকাশিত: ১০:১৯, ১৪ মে ২০১৯

 সেবা খাতে দুর্নীতি বিরোধী অভিযান  চালান

বিডিনিউজ ॥ শিক্ষা-স্বাস্থ্যসহ সেবা খাতে দুুর্নীতি প্রতিরোধে অভিযান পরিচালনা করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সোমবার বিকেলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে দেখা করতে গেলে রাষ্ট্রপ্রধান এই নির্দেশনা দেন। দুদক প্রতিনিধি দল এদিন তাদের ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করেন। দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদক চেয়ারম্যান সাক্ষাতের সময় প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া ২০১৮ সালে দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। দুদক চেয়ারম্যান কমিশনের কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। তিনি জানান, দুর্নীতি দমনে পরিচালিত কার্যক্রমে সরকার সার্বিক সহযোগিতা দিচ্ছে। প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি এসময় বলেন, দুর্নীতিবাজরা যাতে ছাড় না পায় এবং নিরপরাধ কেউ যাতে অযথা হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি দমন মামলার ক্ষেত্রে সুষ্ঠু ও সঠিক তদন্ত খুবই গুরুত্বপূর্ণ। তদন্ত কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে কমিশনকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন উন্নয়শীল দেশে পদার্পণ করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে। নতুন প্রজন্ম যাতে দুর্নীতি থেকে দূরে থাকে সেজন্য উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করতে হবে। দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম এবং মোজাম্মেল হক খানও এসময় উপস্থিত ছিলেন।
×