ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দূরপাল্লার অস্ত্র পরীক্ষার দাবি উঃ কোরিয়ার

‘পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় কেউ খুশি নয়’

প্রকাশিত: ০৮:৪৭, ১২ মে ২০১৯

  ‘পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র  পরীক্ষায় কেউ খুশি নয়’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে বলেছেন, কেউই খুশি নয়। উত্তর কোরিয়া বৃহস্পতিবার স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে দুদেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া পরমাণু আলোচনার ভবিষ্যত বিষয়ে চাপ সৃষ্টির পর ট্রাম্প একথা বলেন। খবর এএফপির। হ্যানয়ে ফেব্রুয়ারিতে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বৈঠক কোন চুক্তি বা যৌথ বিবৃতি ছাড়াই ভেস্তে যায়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পিয়ংইয়ংয়ের অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচী থেকে সরে আসার বিষয়ে তারা চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হন। এরপর থেকেই কিম ওয়াশিংটনের বিরুদ্ধে অসাধুতার অভিযোগ আনছেন এবং এ বছরের শেষ নাগাদ দেশটির অবস্থান পরিবর্তন না হওয়া পর্যন্ত তা অব্যাহত রেখেছেন। সিউলের জয়েন্ট চীফস অব স্টাফ (জেবিএস) এক বিবৃতিতে বলেছেন, দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইন বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে পিয়ংইয়ংয়ের এক ধরনের প্রতিবাদ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, ওইগুলো দৃশ্যত দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র। বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর পিয়ংগন প্রদেশের কুসোং থেকে পরীক্ষা করা হয় এবং উত্তর কোরিয়ার পূর্বদিকে ২৭০ ও ৪২০ কিলোমিটার পর্যন্ত উড্ডয়ন করে। ২০১৭ সালের নবেম্বরের পর গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। উত্তর কোরিয়া শুক্রবার জানিয়েছে, তারা একটি দূরপাল্লার অস্ত্র পরীক্ষা করেছে। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে উপদ্বীপে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, বৃহস্পতিবারের অস্ত্র পরীক্ষা কিম জং-উন তদারক করেন। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় অস্ত্র পরীক্ষা এটি। অস্ত্রের মহড়াকে সফল দাবি করে কেসিএনএ জানায়, কমান্ড পোস্ট থেকে সুপ্রীম লিডার কিম জং-উন বিভিন্ন দূরপাল্লার অস্ত্রের মহড়ার পরিকল্পনা সম্পর্কে অবহিত হন এবং তিনি মহড়া শুরুর আদেশ দেন। কী ধরনের অস্ত্র পরীক্ষা হয়েছে সে বিষয়ে কেসিএনএ কিছু জানায়নি। তারা মিসাইল, রকেট বা প্রোজেক্টাইল শব্দগুলো এড়িয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জনিয়েছেন, তিনি মনে করেন কিম নিরস্ত্রীকরণ সমঝোতার জন্য প্রস্তুত নন। ট্রাম্প হোয়াইট হাউসে বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ পিয়ংইয়ংয়ের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে কেউই খুশি নয়। তিনি বলেন, কী ঘটে আমরা দেখব। আমি জানি, তারা আলোচনায় ইচ্ছুক। তারা আলোচনার বিষয়ে কথা বলছেন। কিন্তু আমার মনে হয় না, তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। উত্তর কোরিয়ায় মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিফেন বিগান দক্ষিণ কোরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য সিউলে পৌঁছার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। হ্যানয় শীর্ষ বৈঠকের পর সিউলে এটি তার প্রথম সফর। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপাত্র রোদোং সিনমুন শুক্রবার এর পুরো প্রথম পৃষ্ঠা ও দ্বিতীয় পৃষ্ঠার অর্ধেকটা জুড়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সংবাদ প্রকাশ করেছে এবং এ সঙ্গে ১৬টি আলোকচিত্র ছেপেছে। ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যায়, কিম ছদ্মাবরণে ঢাকা এক আশ্রয় স্থানে পরীক্ষা দেখছেন। উত্তর কোরিয়া একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানের পর বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ করে। কেসিএনএ বলেছে, আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষার সম্ভাবনার ইঙ্গিত রয়েছে। কিম প্রতিরক্ষা ইউনিটের হামলার সামর্থ্য আরও বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ কাজ হাতে নিয়েছেন। সংবাদ সংস্থা কিমের উদ্ধৃতি দিয়ে বলে, দেশের প্রকৃত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কেবল এর সার্বভৌমত্ব রক্ষায় সমর্থ শক্তিশালী সেনাবাহিনী। দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন বলেছেন, বৃহস্পতিবার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে প্রমাণিত হলে এবং এমনকি এগুলো স্বল্পপাল্লার হলে এতে জাতিসংঘ প্রস্তাবের চরম লঙ্ঘন বলে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি এক সাক্ষাতকারে বলেন, পিয়ংইয়ং-এর পছন্দ মতো পরমাণু আলোচনা অগ্রসরে চাপ দেয়ার জন্য এবং এক ধরনের প্রতিবাদস্বরূপ এই সাম্প্রতিক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এটা বোঝা যায় যে, উত্তর কোরিয়া হ্যানয় শীর্ষ বৈঠক নিষ্ফল হওযায় অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে। কিন্তু তিনি সতর্কতা উচ্চারণ করে বলেন, এ পদক্ষেপ আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে।
×