ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার মূল্যতালিকা টাঙ্গাতে আদ‍ালতের নির্দেশ উপেক্ষিত

প্রকাশিত: ১২:৪২, ৯ মে ২০১৯

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার মূল্যতালিকা টাঙ্গাতে  আদ‍ালতের নির্দেশ উপেক্ষিত

স্টাফ রিপোর্টার ॥ দেশের সব বেসরকারী হাসপাতাল/ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার মূল্যতালিকা টানানো এবং জেলা সদর হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু আদালতের সেই নির্দেশা এখনও মানা হয়নি। গত বছর ২৪ জুলাই দেশের সব বেসরকারী ক্লিনিক/হাসপাতাল/ ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যপরীক্ষার মূল্যতালিকা আইন অনুসারে টানানোর নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের যৌথ বেঞ্চ এ আদেশ দেয়। ২০১৮ সালের জুন পর্যন্ত সারাদেশে মোট নয় হাজার ৫২৯ বেসরকারী ডায়াগনস্টিক সেন্টার ও পাঁচ হাজার ৫৫ রেজিস্ট্রার্ড বেসরকারী হাসপাতাল রয়েছে। ঢাকা মহানগরীতে ৫৭ হাসপাতাল ও ৯৪ ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার মূল্যতালিকা (ফি-চার্ট) টানানো হয়েছে। মহানগরীতে ঠিক কয়টি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক বা হাসপাতাল আছে সে তথ্য জানা যায়নি। ঢাকা মহানগরীর বাইরে অন্য কোথাও মূল্যতালিকা টানানো নেই। এ হিসাবে মোট ১৪ হাজার ৫৮৪ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মধ্যে ১৫১তে স্বাস্থ্যপরীক্ষার মূল্যতালিকা টানানো আছে। ‘আশা করছি মামলার পরবর্তী তারিখ অর্থাৎ ২১ মের মধ্যে দেশের সব বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যপরীক্ষার মূল্যতালিকা এবং জেলা সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউ স্থাপনের বিষয়ে অগ্রগতির তথ্য পাওয়া যাবে’। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোঃ মোতাহার হোসেন সাজু ও মাসুদ হাসান চৌধুরী পরাগ। হিউম্যান রাইটস ল’ ইয়ার্স এ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে কোষাধ্যক্ষ মোঃ শাহ আলম রিটটি দায়ের করেন।
×