ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মায় স্পিডবোট ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে তিন

প্রকাশিত: ০৯:২৬, ৫ মে ২০১৯

পদ্মায় স্পিডবোট ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে তিন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৪ মে ॥ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ট্রলারের ধাক্কায় স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ শিশু ও যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে স্পিডবোট দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম আমির হামজা (৬)। সে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের ইমরান ফরাজীর ছেলে। এ দুর্ঘটনায় নিহত শিশুর বাবা, মা ও ভাই গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে নিহত যুবক মিরাজ হোসেন (২০) বরিশালের বানারীপাড়ার আব্দুর রহমান খন্দকারের ছেলে এবং নিহত মুরাদ হোসেন (২২) রাজধানীর বাড্ডার খিলবাড়ির টেক এলাকার ইসমাইল হোসেনের ছেলে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন মিঞা জানান, বৃহস্পতিবার রাতে শিমুলিয়া ঘাট থেকে ১৬ যাত্রী নিয়ে একটি স্পিডবোট কাঁঠালবাড়ির উদ্দেশে ছেড়ে আসে। কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্পিডবোটের তলা ফেটে পদ্মা নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক কিছু যাত্রী সাঁতরে তীরে ওঠে। এ সময় একজন নিহত ও পাঁচজন আহত হয়। নিখোঁজ থাকে শিশুসহ আরও দুজন। দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। খুলনায় র‌্যাব ও ডাকাত গুলিবিনিময়ে নিহত এক স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার ডুমুরিয়ায় র‌্যাব-৬ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ডাকাত (৪০) নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার থুকড়ার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ডুমুরিয়া উপজেলার শাহপুর শান্তিনগর গ্রামের জনৈক কামরুল ইসলাম গাজীর বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ওইস্থান দিয়ে র‌্যাবের একটি টহল দল যাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে র‌্যাবের টহল দল এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা পিছু হটে। পরে কামরুল ইসলামের ঘর থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×