ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ প্রকাশের পর নতুন ভবন পাচ্ছে শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৯:২৫, ৫ মে ২০১৯

সংবাদ প্রকাশের পর নতুন ভবন পাচ্ছে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সদর উপজেলার করিমুল্লাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পাঠদানের জন্য অবশেষে নতুন ভবন পাচ্ছে। ২য়তলা বিশিষ্ট ভবনটি আগামী ৬ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। এ বছরের ফেব্রুয়ারি মাসে ‘সাত মাস ধরে খোলামাঠে শিশুদের পাঠদান’ শীর্ষক একটি সংবাদ জনকণ্ঠে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের টনক নড়ে। এরপর শুরু হয় বিদ্যালয় নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগের কাজ। ২০১৮ সালের জুলাই মাসে নতুন ভবন নির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়ে পুরাতন ভবনটি ভেঙ্গে ফেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। ৭ মাস অতিবাহিত হলেও নতুন ভবন নির্মাণের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না। এরপর জনকণ্ঠে সংবাদ প্রকাশিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খানম জানান, সংবাদ প্রকাশের ৫ দিন পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের একটি প্রতিনিধি দল বিদ্যালয়ে এসে সমীক্ষা কার্যক্রম করে যান। এরপর থেকে বিদ্যালয়টির নির্মাণের বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর গুরুত্ব দিয়ে কাজ করে। অবশেষে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি। দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর-এর নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান জানান, কিছু সমস্যার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিতে দেরি হয়েছে। বর্তমানে বিদ্যালয়টির ভবন নির্মাণের বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে ২ তলা বিশিষ্ট বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সম্পন্ন করে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
×