ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদেশী পিঁপড়া উদ্ধার

প্রকাশিত: ১১:৫০, ৩০ এপ্রিল ২০১৯

বিদেশী পিঁপড়া উদ্ধার

চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাঙ্গসার শুল্ক কর্মকর্তারা এক হাজার জীবিত পিঁপড়া উদ্ধার করেছেন। ব্রিটেন থেকে সেগুলো টেস্টটিউবের ভেতরে পার্সেল করে পাঠানো হয়েছিল। বিদেশী কীটপতঙ্গ-পশুপাখি পোষা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে চীনে। পিঁপড়ার মধ্যে ৩৭টি লাল-কালো রঙের রানী পিঁপড়া ছিল। যেগুলো লম্বায় এক দশমিক চার সেন্টিমিটার। বাকিগুলো কর্মী পিঁপড়া। একই সঙ্গে উদ্ধার হয়েছে এই পিঁপড়াগুলোর ডিমও। -সাংহাই ডেইলি পুরনো মানব পায়ের ছাপ ২০১০ সালে চিলির ইউনিভার্সিদাদ অস্ট্রাল এলাকায় নয় বছর আগে খুঁজে পাওয়া পায়ের ছাপটি মানুষের বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। সেটি প্রায় ১৫ হাজার ছয় শ’ বছরের পুরনো। গবেষকরা যে জায়গায় ওই পায়ের ছাপটি পেয়েছেন তার আশপাশে পশুর হাড়ের খোঁজও পেয়েছেন। সেই তালিকায় রয়েছে প্রাচীন হাতির জীবাশ্মও। তবে দক্ষিণ আমেরিকার মাটিতে পুরনো মানব পায়ের ছাপের সন্ধান এই প্রথমবার পাওয়া গেল। -ওয়েবসাইট
×