ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কাপাসিয়ায় এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপ, সহপাঠী গ্রেফতার

প্রকাশিত: ১২:৫১, ২৮ এপ্রিল ২০১৯

  কাপাসিয়ায় এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপ, সহপাঠী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপ করেছে বখাটেরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার সহপাঠী সাগরকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। আহতের নাম শিলামনি। সে কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামের স্কুল শিক্ষক সিরাজ উদ্দিনের মেয়ে। কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক ও আহতের পিতা সিরাজ উদ্দিন মাস্টার জানান, কাপাসিয়ার আড়াল জিএল স্কুল এ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে শিলামনি। শনিবার কাপাসিয়া ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে বিকেলে বাড়ি ফিরছিল শিলামনি। পথে সে তরগাঁও খেয়াঘাটে পৌঁছলে সহপাঠী সাগরসহ কয়েক যুবক পূর্ব শত্রুতার জেরে শিলামনির পথরোধ করে। এ সময় তারা শিলামনিকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। স্থানীয়রা শিলামনিকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ একই গ্রামের আলমগীর বেপারির ছেলে সাগরকে গ্রেফতার করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা ফেরদৌসি জানান, এসিডদগ্ধ শিক্ষার্থীর দুই হাতে এসিড লেগেছে।
×