ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোদির নির্বাচনী জনসভায় অনন্ত আম্বানি

প্রকাশিত: ১২:৪৩, ২৮ এপ্রিল ২০১৯

মোদির নির্বাচনী জনসভায় অনন্ত আম্বানি

জনকণ্ঠ ডেস্ক ॥ শুক্রবার মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় ভারতের বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে দেখা গেল। মাত্র এক সপ্তাহ আগে মুকেশ আম্বানি চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছিলেন। খবর আনন্দবাজার পত্রিকা ও রয়টার্সের। মোদির ওই জনসভায় স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে ২৪ বছর বয়সী অনন্ত বলেন, ‘প্রধানমন্ত্রীর ভাষণ শুনব আর দেশের সেবা করব বলেই এসেছি এখানে।’ ঠিক এক সপ্তাহ আগে, লোকসভার দক্ষিণ মুম্বাই একটি আসনের কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরাকে ভোট দিতে বলেছিলেন অনন্তর বাবা মুকেশ আম্বানি। যেখানে ভোট হবে সোমবার। মুকেশ বলেছিলেন, ‘দক্ষিণ মুম্বাইকে যদি কেউ ভালভাবে জেনে-বুঝে থাকেন, তা হলে তিনি মিলিন্দ। মিলিন্দ ছাড়া আর কেউই দক্ষিণ মুম্বাইর ভোটারদের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি অতটা ভালভাবে জানেন না। বোঝেনও না।’ রাজনৈতিক দলকে সমর্থনের বিষয়ে আম্বানি পরিবারে বিভিন্ন মত রয়েছে। বড় ভাই মুকেশ যখন গত সপ্তাহে প্রকাশ্যে প্রশংসা করেন মিলিন্দের, তখন তার ছোট ভাই অনিলকে রাফাল বিতর্কে অভিযুক্ত করতে কসুর করেননি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাজনৈতিক দলকে সমর্থনের বিষয়ে মুকেশ ও অনিল, এই দুই ভাইয়ের অবস্থান আলাদা হলেও, তা যে তাদের ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরেনি, দিন কয়েক আগেই তার প্রমাণ দিয়েছেন মুকেশ। ঋণের ভারে জর্জরিত আরকম-এর মালিক অনিলের জেল যখন অনিবার্য হয়ে উঠেছিল, তখন মুকেশ মোটা টাকার জরিমানা মিটিয়ে ভাই অনিলকে বাঁচিয়ে দিয়েছিলেন। এক সময় দুই ভাইয়ের মধ্যে অবশ্য সম্পর্কে চিড় ধরেছিল। ২০১০ সালে তা জুড়ে দিয়েছিলেন মা কোকিলাবেন আম্বানি। চলতি বছর আরও আগের দিকে মুকেশের ছেলে আকাশ ও মেয়ে ঈশার বিয়েতে স্ত্রী টিনা মুনিমকে নিয়ে হাজির হয়েছিলেন অনিল।
×