ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পূর্ব শত্রুতার জের ॥ সীতাকুণ্ডে গরুর ফার্মে আগুন দগ্ধ ১৪

প্রকাশিত: ০৯:০৪, ২৮ এপ্রিল ২০১৯

পূর্ব শত্রুতার জের ॥ সীতাকুণ্ডে গরুর ফার্মে আগুন দগ্ধ ১৪

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম ২৭ এপ্রিল ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব শক্রতার জের ধরে গরুর ফার্মে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। তবে ফায়ার সার্ভিস আগুনের বিষয়টি প্রাথমিকভাবে দুইভাবে দেখছে, এক বিদ্যুতের শট সার্কিট আরেক উচ্চক্ষমতা সম্পন্ন ধার্য পদার্থ পেট্রোল, অকটেন ও অন্য কোন ক্যামিকেল দিয়ে আগুনের সূত্রপাত। শুক্রবার রাতেই উপজেলার মুরাদপুর দক্ষিণ রহমতনগর লক্ষণদিঘী সংলগ্ন এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার দক্ষিণ রহমত নগরের বাসিন্দা নুরুল আফছার কোম্পানির গরুর ফার্মে ও একটি বসতঘরে শুক্রবার রাতেই আগুন লাগে। আগুনে বসতঘরসহ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং গরুর ফার্মে থাকা গাভী, ষাড় ও বাচ্চুরসহ ১৪টি গরু আগুনে প্রায় ৩০/৪০ ভাগ পুড়ে যায়। পরে সীতাকু- ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আগুনে পুড়ে যাওয়া গরুগুলো উদ্ধার করেন এবং আশপাশের বিল্ডিং ভবনগুলো আগুন থেকে রক্ষা করেন। ক্ষতিগ্রস্ত বলেন, ‘আমার সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত স্থানীয় কেনু মেম্বারের সঙ্গে বিরোধ চলে আসছিল। উনি এবং উনার পুত্র রাসেল পরিকল্পিতভাবে আমার গরুর ফার্মে আগুন দিয়েছে।’ তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন কেনু মেম্বারের পুত্র রাসেল বলেন, ‘ফার্মে যখন আগুন লাগছে তখন আমরা মসজিদে ছিলাম।’
×