ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১২৫ কোটি টাকা মুনাফায় বিনিয়োগকারী পাবেন ১ টাকা

প্রকাশিত: ০৯:০২, ২৬ এপ্রিল ২০১৯

১২৫ কোটি টাকা মুনাফায় বিনিয়োগকারী পাবেন ১ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের ২০১৮ সালের ব্যবসায় প্রায় ১২৫ কোটি টাকার নিট মুনাফা হয়েছে। তবে এর মধ্য থেকে শেয়ারহোল্ডারদের ১ টাকাও না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। যাতে আগের বছরের ন্যায় এবারও মুনাফার শতভাগ ব্যাংকে রেখে দেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ব্যাংকটির প্রকাশিত ২০১৮ সালের সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে। ব্যাংকটির ২০১৮ সালে শেয়ার প্রতি ১.৪৭ টাকা হিসেবে মোট ১২৪ কোটি ৭৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর মধ্যে থেকে ১০ শতাংশ বোনাস শেয়ার বাবদ শেয়ার প্রতি ১ টাকা করে মোট ৮৪ কোটি ৮৬ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। বাকি ৩৯ কোটি ৮৮ লাখ টাকা রিজার্ভে যোগ হবে। এক্ষেত্রে মুনাফার ১ টাকাও শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করা হবে না। এদিকে আগের বছরে ব্যাংকটির শেয়ার প্রতি ১.৭৪ টাকা করে ১৩৪ কোটি ২৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। ওই বছরের ব্যবসায় ব্যাংকটির পর্ষদ শেয়ারহোল্ডারদের মাঝে ১ টাকাও বিতরণ করেনি। শুধুমাত্র বোনাস শেয়ারের মাধ্যমে শেয়ার সংখ্যা বাড়িয়েছিল।
×