ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে অপহৃত স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ১৩:০৬, ১৯ এপ্রিল ২০১৯

সিরাজদিখানে অপহৃত স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে সেতু ম-ল (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে সিরাজদিখান উপজেলার গোয়ালখালি গ্রামে বসত-ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। গোঙ্গানির শব্দ শুনে তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সে মারা যায়। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বিকেলে স্কুলছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত সেতু ম-ল গোয়ালখালি গ্রামের কুয়েত প্রবাসী গোপাল ম-লের মেয়ে। সে পাশর্^বর্তী ঢাকার নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। গত ১০ এপ্রিল সেতু ম-লকে স্কুলের সামনে থেকে অপহরণ করে সিএনজি স্কুটারে করে নিয়ে যাওয়া হয়। পরদিন ১১ এপ্রিল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার গোলামবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ তাকে অনেকটা অচেতন অবস্থায় উদ্ধার করে বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন গোলামবাজার ফাঁড়ি থেকে তাকে বাড়িতে নিয়ে যায়। উদ্ধারের সময় মেয়েটি স্বাভাবিক ছিল না। সিরাজদিখান থানার পুলিশ জানায়, সেতু ম-ল উদ্ধারের সময় অনেকটা অচেতন ছিল। কিছুটা সুস্থ হওয়ার পর সে তার মাকে জানায়, সোহেল নামের এক যুবক তাকে সেখানে নিয়ে যায়। পুলিশের ধারণা মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল এবং কোন নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়। মেয়েটি কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরে পাওয়ার পরই আত্মহননের পথ বেছে নেয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য সোহেল মিয়াকে (২৪) আটক করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, সোহেল মিয়া (২৪) ছাড়াও পলাশ রাজবংশী (২৩) নামে আরও একজনকে আটক করা হয়েছে।
×