ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৬৭ ভাগ ব্যাংকের দর কমেছে

প্রকাশিত: ১১:৪৪, ১৮ এপ্রিল ২০১৯

৬৭ ভাগ ব্যাংকের দর কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুধবার কিছুটা উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আর ব্যাংক খাতে লেনদেনে অংশ নেয়া ৬৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, লেনদেনে অংশ নেয়া ব্যাংক খাতের ৩০ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০টির বা ৬৭ শতাংশের এবং শেয়ার দর কমেছে ৬টি বা ২০ শতাংশ প্রতিষ্ঠানের। আর অপরিবর্তিত রয়েছে ৪টি বা ১৩ শতাংশের শেয়ার দর। শেয়ার দর সবচেয়ে বেশি ১.১০ টাকা বেড়েছে রূপালী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা করে বেড়েছে ব্র্যাক ব্যাংকের ও তৃতীয় সর্বোচ্চ ০.৬০ টাকা করে বেড়েছে আল আরাফাহ ইসলামী ও ইস্টার্ন ব্যাংকের। এছাড়া এছাড়া ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা ও যমুনা ব্যাংকের ০.৫০ টাকা করে; উত্তরা ব্যাংকের ০.৪০ টাকা; প্রিমিয়ার, এনসিসি ও মার্কেন্টাইল ব্যাংকের ০.৩০ টাকা করে; সাউথইস্ট, পূবালী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও এক্সিম ব্যাংকের ০.২০ টাকা করে এবং আইসিবি ইসলামিক, প্রাইম, স্যোসাল ইসলামী, স্ট্যান্ডার্ড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ০.৭০ টাকা কমেছে শাহজালাল ইসলামী ব্যাংকের। এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ০.৩০ টাকা; ওয়ান ব্যাংকের ০.২০ টাকা এবং এবি, ঢাকা ও আইএফআইসি ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে। এদিকে শেয়ার দর অপরিবর্তিত রয়েছে সিটি, ইসলামী, ন্যাশনাল ও ট্রাস্ট ব্যাংকের। শেয়ার হস্তান্তর করবে সিমটেক্সের উদ্যোক্তা অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতে সিমটেক্সের এক উদ্যোক্তা পরিচালক পৌনে ২৩ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান ২২ লাখ ৭৫ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তার কাছে বর্তমানে কোম্পানিটির ১ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৪৯টি শেয়ার রয়েছে। মোঃ সিদ্দিকুর রহমানের ঘোষণাকৃত ২২ লাখ ৭৫ হাজার শেয়ার তার ছেলে নিয়াজ রহমান সাকিব উপহার হিসেবে গ্রহণ করবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এসব শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
×