ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ১১:৪৪, ১৮ এপ্রিল ২০১৯

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার দাবিতে বুধবারও বিক্ষোভ করেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তারা নিরাপদ বিনিয়োগের জন্য পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে। একইসঙ্গে শেয়ারবাজারের উন্নয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করেছেন। বুধবার পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে মানববন্ধনে বিনিয়োগকারীরা এ দাবি জানান। বিনিয়োগকারীরা বলছে, এভাবে একটি দেশের পুঁজিবাজার চলতে পারে না। একদিকে দেশের অর্থনীতি এগিয়ে যাবে। আর অন্যদিকে তলানীতে যাবে পুঁজিবাজার; এটা চলতে পারে না। আমরা বাঁচতে চাই। আমরা নিরাপদে বিনিয়োগ করতে চাই। আমাদের নিরাপদে বিনিয়োগ করার সুযোগ দিন। তারা বলেন, পুঁজিবাজারে ধারাবাহিক পতনে বিনিয়োগকারীদের নাভিঃশ্বাস বাড়ছে। এরপরও কোন ব্যবস্থা না নিয়ে বহাল তবিয়তে আছেন বিএসইসি চেয়ারম্যান। এখন সময় এসেছে তার পদত্যাগের ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেয়ার। কারণ শেয়ারবাজারের এমন পতন মানতে পারছে না বিনিয়োগকারীরা। যে কারণে রাজপথে নামতে বাধ্য হয়েছে তারা। বিনিয়োগকারীরা বলেন, উর্ধমুখী শেয়ারবাজারের জন্য এখন বিনিয়োগকারীদের আস্থা সবচেয়ে বেশি প্রয়োজন। আর এই আস্থা ফিরে আসবে একমাত্র খায়রুল হোসেন পদত্যাগ করলে। যে পর্যন্ত শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসেবে একজন নীতিবান বিনিয়োগবান্ধব মানুষ দায়িত্ব না নেবে, সে পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না। তাদের নিরব কান্না শেষ হবে না। শেয়ারবাজারকে তার অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খায়রুল হোসেনকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তিনি সেই দায়িত্বের অবহেলা করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য ইস্যুয়ার কোম্পানির পক্ষে কাজহ করছেন। যার কারণে পুরো বাজার আজ ধংসের মুখে। এদিকে আগের দিনের বড় পতন কাটিয়ে বুধবার উত্থানে ফিরেছে সূচক। এদিন ডিএসইতে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে মোট ৩১৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে ২৬৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে ৪৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে। দিনটিতে সার্বিক সূচক বেড়েছে প্রায় ১১ পয়েন্ট।
×