ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লালকাচ নৃত্য

প্রকাশিত: ০৯:২০, ১৪ এপ্রিল ২০১৯

লালকাচ নৃত্য

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শনিবার টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাহপুরে ঐতিহ্যবাহী কাচনৃত্য অনুষ্ঠিত হয়। শত শত বছরের পুরনো এ কাচনৃত্য লালকাঁচ বা ঢোলকাচ হিসেবেও পরিচিত। সনাতন ধর্মাবলম্বীদের মত অনুযায়ী, প্রতিবছর চৈত্রসংক্রান্তির আগের দিন কাচনৃত্য হয়ে থাকে। আবদুল্লাহপুর শ্মশানঘাটের পাশে লোকনাথ মন্দিরে এ বছর লালকাচ বা ঢোলকাচের আয়োজন করা হয়। শনিবার হাজার হাজার পুণ্যার্থীর উপস্থিতিতে কাচনৃত্য প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে বলে জানিয়েছেন আয়োজকদের অন্যতম উমা শংকর। তিনি জানান, বিকেলে শুরু হয় লালকাঁচ উৎসব। আবদুল্লাহপুর লোকনাথ মন্দিরে বিকেল সাড়ে ৪টার দিকে উৎসবে অংশ নেন পাঁচ হাজার পুণ্যার্থী।
×