ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইকুয়েডর ত্যাগের চেষ্টা ॥ এ্যাসাঞ্জের সহযোগী গ্রেফতার

প্রকাশিত: ১১:০১, ১৩ এপ্রিল ২০১৯

 ইকুয়েডর ত্যাগের  চেষ্টা ॥ এ্যাসাঞ্জের  সহযোগী  গ্রেফতার

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জের এক সহযোগীকে বৃহস্পতিবার ইকুয়েডরে গ্রেফতার করা হয়েছে। দেশটি ছেড়ে জাপানে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করা হয়। এ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। খবর এএফপির। গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় না জানিয়ে মন্ত্রী মারিয়া পলা রোমো বেতার কেন্দ্র সোনোরামাকে বলেন, তিনি এ্যাসাঞ্জের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার অনুরোধের প্রেক্ষিতে এ্যাসাঞ্জকে বৃহস্পতিবার লন্ডনে গ্রেফতার করা হয়। এদিকে চ্যানেল টেলিয়ামাজোনাস ইকুয়েডরে গ্রেফতার হওয়া এ্যাসাঞ্জের সহযোগীর পরিচয় জানিয়েছে। তার নাম ওলা বিনি। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবে চ্যানেলটি সূত্রের নাম উল্লেখ করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।’
×