ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘু ভোটারদের শাসালেন মানেকা

প্রকাশিত: ১০:৫৯, ১৩ এপ্রিল ২০১৯

 সংখ্যালঘু ভোটারদের শাসালেন মানেকা

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী সংখ্যালঘুরা ভোট না দিলে ভোটের পর যথাযথ ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। উত্তরপ্রদেশের সুলতানপুর কেন্দ্র থেকে এবার বিজেপির টিকেটে লড়ছেন রাহুলের চাচি মানেকা। খবর জি নিউজের। বৃহস্পতিবার সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, এই আসন থেকে তো আমি জিতেই আছি। কারণ সুলতানপুরের মানুষের ভালবাসাই আমাকে জেতাবে। কিন্তু এই জয়ে মুসলিমদের সমান ভূমিকা থাকলে খুব খুশি হব। আর এর অন্যথা হলে আমার মন ভেঙ্গে যাবে। আমাকে ভোট না দিলে নির্বাচনের জয়ের পর মুসলমানরা কোন কাজ নিয়ে আসলে তা করব কি না ভেবে দেখব। কারণ মুসলিমরা আমাকে ভোট দিলেও জিতব আর না দিলে আমিই জিতব। এদিকে মানেকার এই ভাষণ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। উত্তরপ্রদেশসহ সারা ভারতের রাজনৈতিক মহল তার মতো একজন দায়িত্ববান নেতার এই ধরনের মন্তব্যে খুশি হতে পারেননি।
×