ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাচীন মূর্তি উদ্ধার

প্রকাশিত: ১০:৫৭, ১৩ এপ্রিল ২০১৯

 প্রাচীন মূর্তি উদ্ধার

অধুনা বিলুপ্ত, ১২০০ বছর আগের তিয়ানকু ধর্মের স্বর্ণমূর্তি উদ্ধার হয়েছে পেরুর টিটিকাকা হ্রদে। ধারণা করা হয় ৫০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল তিয়ানকু সাম্র্রাজ্য। সেখান থেকে দুটি স্বর্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। তিওয়ানাকুর দেবতার (রে ফেসড ডেইটি) মূর্তিতে পুমা-ইয়ামার মিশ্রণ লক্ষ্য করা গেছে। তিয়ানকু ধর্মের মর্মবাণী ছিল আচরণ ভাল হলে মানুষ অমর হতে পারে। মন্দ আচরণের জন্য দেবতাই শাস্তি দেবেন -ন্যাশনাল জিওগ্রাফিক
×