ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে সুদানে বিক্ষোভ চলছে

প্রকাশিত: ০৯:২১, ৯ এপ্রিল ২০১৯

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে সুদানে বিক্ষোভ চলছে

সুদানে নিরাপত্তা বাহিনী সোমবার হাজার হাজার বিক্ষোভকারীর ওপর কাঁদানে গ্যাস ছুড়েছে। তারা প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাতে রাজধানী খার্তুমে সেনাবাহিনীর প্রধান দফতরের বাইরে বিক্ষোভ জানাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা এ কথা বলেছেন। খবর এএফপির। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেছেন, সুদানীরা শনিবার থেকে এখানে বিক্ষোভ অব্যাহত রেখেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকটি যানে করে খুব ভোরে ঘটনাস্থলে পৌঁছে এবং বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে। পরিচয় প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী এ কথা বলেন। সেনা কমপ্লেক্স থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে খার্তুমে অভিজাত বাজার এলাকার বাসিন্দারা গ্যাসের অস্তিত্ব অনুভব করেন। এক বাসিন্দা জানান, আমি আমার ব্যালকনিতে গিয়ে গ্যাস-ক্যানিস্টারের শব্দ শুনতে পাই এবং বাতাসে গ্যাসের অস্তিত্ব অনুভব করি। হাজার হাজার সুদানী শনিবার থেকে সেনা কমপ্লেক্সের বাইরে বিক্ষোভ জানাচ্ছে। এ এলাকায় প্রেসিডেন্ট বশিরের আবাসিক ভবন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দফতর রয়েছে। বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছে এবং বশিরের পদত্যাগে তাদের দাবির প্রতি সমর্থন প্রদানের জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে। তারা দেশের অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য প্রেসিডেন্টের প্রশাসনকে দায়ী করে। এ অর্থনৈতিক দুরবস্থার কারণে খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে গেছে এবং জ্বালানি ও বিদেশী মুদ্রার অভাব দেখা দিয়েছে।
×