ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইকুয়েডরের আশ্রয়ও হারাচ্ছেন এ্যাসাঞ্জ

প্রকাশিত: ০৮:৪৩, ৬ এপ্রিল ২০১৯

 ইকুয়েডরের আশ্রয়ও  হারাচ্ছেন এ্যাসাঞ্জ

লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে জুলিয়ান এ্যাসাঞ্জকে ‘যে কোন সময় বের করে দেয়া হবে’ বলে শুক্রবার টুইটারে জানিয়েছে উইকিলিকস। এ্যাসাঞ্জকে গ্রেফতার করতে দেশটির সঙ্গে ব্রিটেনের একটি চুক্তি হয়েছে বলে ওই টুইটে দাবি করা হয়। ইন্ডিপেন্ডেন্ট। টুইটে বলা হয়, ইকুয়েডরের শীর্ষপর্যায়ের এক কর্মকর্তা উইকিলিকসকে জানিয়েছেন, আইএনএ পেপারস অফশোর স্ক্যান্ডালকে অজুহাত বানিয়ে জুলিয়ান এ্যাসাঞ্জকে যেকোন সময় দূতাবাস থেকে বের করে দেয়া হবে। উইকিলিকসের প্রতিষ্ঠাতা এ্যাসাঞ্জ সাত বছর ধরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছেন। এ্যাসাঞ্জকে বের করে দেয়া প্রসঙ্গে উইকিলিকস থেকে ই-মেইলে এক বিবৃতিতে বলা হয়, উইকিলিকস মোরেনোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় প্রতিশোধ নিতে এ্যাসাঞ্জকে দূতাবাস থেকে বের করে দেয়া হচ্ছে। বিদেশে নিজের দুর্নীতির কেলেঙ্কারি ঢাকতে যদি মোরেনো একজন শরণার্থী প্রকাশকের সঙ্গে করা চুক্তি অবৈধভাবে বাতিল করে তবে ইতিহাস তাকে ক্ষমা করবে না। এদিকে, নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এ্যাসাঞ্জকে ধরিয়ে দেয়ার বিনিময়ে ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো যুক্তরাষ্ট্রের কাছে ঋণ মওকুফ চেয়েছেন। মোরেনো গত মঙ্গলবার স্থানীয় একটি রেডিওতে দেয়া সাক্ষাতকারে বলেন, এ্যাসাঞ্জ লন্ডনে তাদের দূতাবাসে অবস্থানের সময় ‘বার বার তাকে আশ্রয় প্রদানের শর্ত লঙ্ঘন করেছেন’।
×