ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দূষিত বায়ুতে কমছে শিশুর আয়ু

প্রকাশিত: ০৮:৩৩, ৬ এপ্রিল ২০১৯

দূষিত বায়ুতে কমছে শিশুর আয়ু

দূষিত বায়ুর ফলে বিশ্বব্যাপী গড় আয়ু অন্তত কুড়ি মাস কমে যাবে। অর্থাৎ আজ যে শিশু জন্ম নেবে স্বাভাবিকের চেয়ে এই শিশু বড় হয়ে অন্তত কুড়ি মাস কম বাঁচবে। বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে দক্ষিণ এশিয়ায় এই ঝুঁকি সবচেয়ে বেশি। ২০১৭ সালে ১০টি মৃত্যুর মধ্যে অন্তত একজন বিষাক্ত বায়ুজনিত রোগে মারা গেছে। গার্ডিয়ান ও বিবিসি অবলম্বনে বুধবার প্রকাশিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। স্টেট অব গ্লোবাল এয়ার (এসওজিএ) নামে একটি প্রতিষ্ঠান এই গবেষণা পরিচালিত করেছে। গবেষণায় দেখা গেছে, বর্তমানে বিশ্বব্যাপী ম্যালেরিয়া ও সড়ক দুর্ঘটনার চেয়ে বেশি সংখ্যক মানুষ বায়ু দূষণজনিত রোগে মারা যাচ্ছে। গবেষণায় ধূমপানজনিত ও বায়ু দূষণজনিত রোগ নিয়েও তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। অঞ্চলভিত্তিক গড় আয়ু কমে আসার তুলনামূলক বিশ্লেষণে বলা হয়েছে, আজ দক্ষিণ এশীয় অঞ্চলে যে শিশুটি জন্ম নেবে সেটি ৩০ মাস কম বাঁচবে। অপরদিকে সাব-সাহারা অঞ্চলে জন্ম নেয়া শিশুটি ২৪ মাস কম বাঁচবে। এসব মৃত্যুর পেছনে গণপরিবহন ও শিল্প কলকারখানায় নির্গত বায়ু থেকে পরিবেশ দূষণ প্রধানভাবে দায়ী বলে উল্লেখ করা হয়েছে। আবার বাড়ির মধ্যে বড় পরিসরে চুলা জ্বালিয়ে রান্না করলেও শিশুদের মারাত্মক ক্ষতি হয়। পূর্ব এশিয়ায় শিশুদের আয়ু অন্তত ২৩ মাস কমে যাবে। আর উন্নত বিশ্বের শিশুদের গড় আয়ু কমবে পাঁচ মাসেরও কম। বোস্টনের হেল্থ ইফেক্টস ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এবং এই গবেষণা দলের প্রধান রবার্ট ও’কেফি বলেন, বর্তমান যুগে জন্ম নেয়া শিশুদের গড় আয়ু কমে আসার ঘটনা সত্যিই কষ্টদায়ক। তবে এ সমস্যা রোধে সংশ্লিষ্ট দেশসমূহের সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন রবার্ট ও’কেফি। ইউনিসেফের প্রচার বিষয়ক প্রধান আলাস্টেয়ার হারপার বলেন, এটা পরিবেশ দূষণের কারণে সমাজের ক্ষতিকর দিকের একটা উদাহরণ মাত্র। পরিবেশ দূষণের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। পাশাপাশি বায়ুদূষণের কারণে অনেক মা কম ওজনের সন্তান জন্ম দেন। এই কম ওজনের শিশুদের এ্যাজমাসহ অন্যান্য রোগ হয়। রবার্ট ও’কেফি বলেন, বায়ুদূষণের কারণে জন্মের পর থেকেই শিশুদের মধ্যে ফুসফুস সমস্যা দেখা যায়। এজন্য শিশুটিকে আমৃত্যু ভুগতে হয়। বায়ুদূষণের জন্য শুধু শিশু নয় বয়স্করাও সমস্যায় ভোগেন। শিশুদের পাশাপাশি বিশ্বব্যাপী বড়দের মধ্যেও বায়ু দূষণজনিত রোগে মৃত্যুর হার বাড়ছে। গবেষণায় আরও বলা হয়েছে, বায়ুদূষণের জন্য বিশ্বব্যাপী ৪১ শতাংশ লোকের দীর্ঘস্থায়ী ফুসফুস সমস্যা দেখা দেয়। আর কুড়ি শতাংশ লোকের ডায়াবেটিস, ১৯ শতাংশ লোকের ফুসফুস ক্যান্সার, ১৬ শতাংশ লোকের হার্টের অসুখ ও ১১ শতাংশ লোকের মধ্যে স্ট্রোকের সম্ভাবনা তৈরি হয়। তবে আশার কথা হলো, উন্নত দেশসমূহ বায়ুদূষণ রোধে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। চীন ইতোমধ্যে দেশটির বায়ুদূষণ রোধ করতে কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।
×