ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলায় জোর থাকলে ৬ জনই ৬০ জনের আওয়াজ তুলতে পারবেন

প্রকাশিত: ১০:৪০, ৫ এপ্রিল ২০১৯

গলায় জোর থাকলে ৬ জনই ৬০ জনের আওয়াজ তুলতে পারবেন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দিয়ে সরকারের ভুল ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিরোধী দলবিহীন পার্লামেন্ট চায় না সরকার। সরকার সংসদকে প্রাণবন্ত দেখতে চায়। নির্বাচন হয়েছে, জনগণ আপনাদের নির্বাচিত করেছেন, কেন সংসদে আসবেন না প্রশ্ন রেখে নাসিম আরও বলেন, গলায় জোর থাকলে ৬ জনই ৬০ জনের সমান আওয়াজ তুলতে পারবেন। তিনি বৃহস্পতিবার বিকেলে কাজিপুরের নাটুয়ারপাড়া ডিগ্রী কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন। আওয়ামী লীগ বিরোধী দল থাকতে অনেক বার জেল খেটেছি, পুলিশের হাতে নিগৃহীত হয়েছি, কিন্তু মাঠ থেকে পালিয়ে যায়নি উল্লেখ করে সমাবেশে মোহাম্মদ নাসিম বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন প্রসঙ্গ টেনে বলেন, সাহস থাকলে মাঠে নামেন, আন্দোলনের হুমকি দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। যে দলের নেতারা পুলিশের লাঠির আঘাতে জামা-কাপড় খুলে দৌড়ে পালায়, সে নেতা দিয়ে আন্দোলন হয় না। তার চেয়ে সংসদে আসুন, জনগণের কথা বলুন, খালেদা জিয়ার মুক্তির কথা বলুন, হয়ত বা লাভ হতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।
×