ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

তিন শর্তে নড়াইলের গোলজারের জামিন

প্রকাশিত: ১১:২৪, ৪ এপ্রিল ২০১৯

তিন শর্তে নড়াইলের গোলজারের জামিন

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন শর্তে আসামির জামিন দিয়েছে ট্রাইব্যুনাল। ওই আসামি হলেন নড়াইলের গোলজার হোসেন খান (৮০)। তিন শর্ত হলো-রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সঙ্গে কোনরূপ যোগাযোগ রক্ষা করা যাবে না, ঢাকায় নিকটাত্মীয়ের বাসায় থাকতে হবে এবং নিয়মিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ প্রদান করেছেন। আদালতে বুধবার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। প্রসিকিউটর মোঃ সাহিদুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।
×